Wednesday, February 18, 2015

"নয়ন তাঁরা"

"নয়ন তাঁরা"
মিজানুর ভূঁইয়া 

তোমার দু'নয়নের ঠিক মাঝখানে দুটি তাঁরা
দেখে তাই; আমি হলেম দিশেহারা।
যখনই তাকাই, আমি দেখি শুধু তাঁরার আলো
তাইতো আমি নিবৃতে বেসেছি তোমায় ভাল ।
তাঁরাগুলো জ্বলে উঠে আমার দু'নয়নে
কি যেনো এক শিহরণ জাগায় এই প্রাণে ।
তাইতো বারে বারে তাকাই তোমার নয়নে
তৃষিত আখি কি চাহে; আর কেউ জানুক
সে  শুধু আমার এই মনই  জানে।
আমি  অবাক হয়ে দেখি সেই আলো
এ যেন নয়নের সাথে নয়নের মিলন হলো।
প্রজাপতির মত মনের ভেতর মেলে যায় ডানা
স্বপ্ন বিলাসে ভরে উঠে হৃদয়ের আঙ্গিনা ।
জীবন খুঁজে পায় অসীম সাগরের কিনারা
তুমি হয়ে উঠো আমার একজোড়া "নয়ন তাঁরা"।

======================
ফেব্রুয়ারী ১৮ ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
 

No comments:

Post a Comment