Friday, February 13, 2015

"বসন্ত ভ্রমর"

"বসন্ত ভ্রমর"
মিজানুর ভুঁইয়া

বসন্ত আবেশে দোলায় এ মন 
জেগে উঠে মনে কতো প্রেম।
মন করে শুধু আনচান
হৃদয় নদে বয়ে যায় প্রেম বান।
নাচে ময়ূরী মেলে দুটি পেখম
নব যৌবনে হয়ে উঠে উর্বরা মন।
এই যোয়ার ধরে রাখা যায় কতক্ষণ
বাঁধ ভেঙ্গে যায় শুধু উড়ু উড়ু মন। 
হৃদয় মাঝে কতো  রং সাঁজে
বসেনা এই মন কোনো কাজে।
আনন্দ হিল্লোলে উঠে প্রাণে ঢেউ
উন্মত্ত অভিলাসে যৌবন ভরা রসে
হয়ে উঠে টসটসে; চায় শুধু এই মন
প্রাণ ভ্রমর যেনো উড়ে এসে  পাশে বসে।
====================
ফেব্রুয়ারী ১৪ ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
 

No comments:

Post a Comment