Tuesday, February 10, 2015

"শহীদের অতৃপ্ত আত্মার সংলাপ"

মহান ভাষা আন্দোলনের শহীদের স্মৃতির স্মরণে:-

"শহীদের অতৃপ্ত আত্মার সংলাপ"
মিজানুর ভূঁইয়া
 


কে তুমি হে যুবক নগ্ন পায়ে
ফুলের তোড়া হাতে এসেছো এই একুশের প্রাতে
জানাতে তোমার প্রানের শ্রদ্বা শহীদ বেদীতে। 
ভালোইতো ছিলাম সারাটি বছর ঘুমিয়ে
তবে কেনো এলে ক্ষণিকের জাগান জাগাতে!
বুকের জ্বালা মাটিতে মিশিয়ে
ছিলাম বহু বছর প্রজন্মের দিকে তাকিয়ে।
তারা জ্বালাবে প্রদীপ দুঃখিনী বাংলা মায়ের ঘরে ঘরে
শান্তি পাবো, তৃপ্ত হবো, সে কথা ভেবে ভেবে।
আজও হয়নি সেই আশার প্রদীপ জ্বালা
চারিদিকে দেখি ভীষণ  অন্ধকার।
দেখি শুধু সর্বত্রই ভীষণ কালো মেঘের গর্জন
হায়নারা আজও করছে তর্জন গর্জন।
স্বাধীন দেশে মানুষ আজও হারাচ্ছে তাদের স্বজন
রক্ত পিপাসুরা করছে শোষণ ত্রাসন।
তাইতো; আজ মনে জ্বলছে দুঃখের আগুন
হলোনা বুঝি সফল মোদের স্বপন
বৃথাই বুঝি দিল প্রাণ মোদের কজন।
হে যুব; আর সুশোভিত ফুলের তোড়া নয়
ফিরে যাও নিজ গৃহে
কর পণ, ধর শক্ত করে হাতে হাত।
গর্জে উঠো ভীষণ তেজী হুঙ্কারে
কেড়ে নাও তোমার উত্তরাধীকার
তোমার ভাষা, অন্ন, বস্র, শিক্ষা ও শান্তির অধিকার।
লাথি মারো অকাল কুস্মান্ডদের কপালে
আঘাত করো তাদের বুকে,
যারা তোমার দেশমাতৃকার বুকে বসে করছে
কুশাসন, শোষন, খেলছে মৃত্যু হুলি খেলা।
তোমার যে হাতে ফুলের কলি

এবার,
সে হাতে নাও তুলে প্রতিবাদের অস্র তুলি।
=====================
রচনা:- প্রথম প্রকাশনা ও আবৃত্তি
বাংলা একাডেমী একুশের মঞ্চ
২১ ফেব্রুয়ারী ১৯৯১।

 

No comments:

Post a Comment