Tuesday, February 3, 2015

"প্রিয়বাসিনী"


"প্রিয়বাসিনী"
মিজানুর ভূঁইয়া

 
প্রিয়বাসিনী; কি যেনো এক অজানা কৌতুহলে
সেদিন আমি তোমার হাতখানা ধরেছিলাম।
তুমি একেবারে লজ্জায় জড়সড় হয়ে গেলে
তোমাকে যখনি দেখি পৃথিবীর তাবৎ সুন্দর্য্যগুলো
যেনো ঘিরে থাকে তোমার চার পাশে; সে কারণেই হয়তো।
দু'জনে পাশাপাশি দাড়িয়ে ছিলাম ভালইতো  লাগছিল
আমিও একেবারেই বোকা বনে গেলাম।
তোমার প্রিয়দর্শিনী মুখখানা অত্যান্ত সরল ও স্বাভাবিক ।
তোমার মুখে অকৃত্তিম হাসির ঝরনা সদাই বহমান
মিথ্যে অহমিকার চাদরে কখনোই তা ঢেকে থাকেনা ।
তোমার উদার চিত্ত বন্ধুবাৎসলতা; যার তুলনাই হয়না
তুমি অতিসহজেই মানুষের মনের দরজায় পৌছে যাও
সেটাই হলো তোমার এক অপূর্ব ক্ষমতা,
আমি মন ভরে সেই   সুন্দর্য্যটুকু  উপভোগ করি
জীবনের সচেয়ে আসল রূপ, মানুষের মনের ভিতর
তোমার অন্তর এবং বাহিরে  উভয় গুনাবলীই দিব্যমান।
==========================
০২ ফেব্রুয়ারী ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment