Tuesday, February 17, 2015

"জান্তা ট্রাক"

"জান্তা ট্রাক"
(একটি অশুভ রাজনৈতিক প্রক্রিয়ার বিপক্ষে)

মিজানুর ভূইয়া

মানব বিধ্বংসী দুরন্ত এক জান্তা ট্রাক
চলছে অপ্রতিরুদ্য গতিতে;
হাজার জনতাকে পৃষ্ট করেও হয়না ক্ষান্ত ।
তবুও ছুটে চলছে অনবদ্য গতি তার
লক্ষ্য তার একটাই পার হওয়া সিংহ-দ্বার।
যায় যাক প্রাণ যাক; কি তার ক্ষতি
তবুও জান্তা ট্রাক চলছে একই তার গতি।
উচু নিচু মানছেনা, কোনো কথা শুনছেনা
আপন খেয়ালের মত্তে তার ছুটে চলা।
ধ্বংশ-পূরী হয়ে যাক সব, কার সাহস কিছু বলা।
সভ্য এই দূনিয়ায় এ কোন বর্বর খেলা
মানুষের জীবন নেশে, নিজের মসনদি পথ খোলা ।
রক্তের বন্যায় ভেসে গেছে মাঠ ঘাট প্রান্তর
চারিদিকে মানুষের আহাজারি আর্তনাদ 
তবুও হয়না হুশ জান্তা ট্রাক এতো  উন্মাদ।
ছলাকলা করে আর মিথ্যে চোখের জল ফেলে
ঘাতক ট্রাক সামনে যা পায়, নেয় তা গিলে।
মতলবী জান্তা চলছে কয়েক দশক ধরে
মরণ কামড় দিয়ে বসে আছে পুরো জাতীর ঘাড়ে। 
বর্বর এই মৃত্যু খেলা চলতে থাকবেই নিরবদি
দেশ প্রেমী সাহসী সূর্য-সন্তান এগিয়ে আসো এবার 
প্রতিরোধ করো এই অশুভ গতি;
বন্ধ করো যতো সব পিচাশীয় অসভ্য রীতি।
=====================
১৭ ফেব্রুয়ারী ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ     

No comments:

Post a Comment