Friday, February 27, 2015

"হত্যাকারী তুই নরকের কীট"

"হত্যাকারী তুই করিস কেন এতো জীদ
তোর নিজেরই বা আছে কতোটুকু ভীত
নিজেওতো একদিন নালা-নর্দমায় হয়ে থাকবি চিৎ
পচে গলে যাবি; খাবে তোকে শকুন আর কীট"


হুমায়ুন আজাদ এবং  অভিজিত এর হত্যা কারীদের উদ্দেশ্যঃ-

"হত্যাকারী তুই নরকের কীট"
মিজানুর ভূঁইয়া

হত্যা করে সে-ই
যে মিথ্যে আবরণে টিকে থাকতে চায়।
হত্যা করে সে-ই
যে ভীরু কাপুরুষের মতো বেঁচে থাকতে চায়।
হত্যা করে সে-ই
যে তার নিজের অযোগ্যতাকে ঢেকে রাখতে চায়।
হত্যা করে সে-ই
যে জীবনের পরম সত্যকে ভয় পায়। 
হত্যা করে সে-ই 
যে কাফনে নিজের মুখ ঢেকে রাখতে চায়।
হত্যা করে সে-ই
যে আলো নয়; অন্ধকারেই ডুবে থাকতে চায়।
হত্যা করে সে-ই
যে সত্যের মুখোমুখি হতে ভয় পায়।
হত্যা করে সে-ই
যে তার বুকের ভেতর পাষন্ডতা লালন করে।
হত্যা করে সে-ই
যার ধমনীতে কালো বিষাক্ত বাস্প প্রবাহীত হয়।
হত্যা করে সে-ই
যে মানবীয় চেহারায় ধারণ করে আছে পিচাষতা।
হত্যা করে সে-ই
যে কুলাঙ্গার এবং জারজ হয়ে জন্মেছে এই ভূমে।
হত্যা করে সে-ই
যার মস্তিস্কে চরম মানুষিক বিকৃতি ঘটেছে।
হত্যা করে সে-ই
যার ভিতরের মানব আত্মার অবক্ষয় এবং মৃত্যু  ঘটেছে।    
হত্যাকারী সে নিজেও জানেনা;
একদিন সমস্ত পাপ মাথায় নিয়ে, নিজেই আত্মহনন করে
অপমৃত্যুর কোলে ঢলে পড়বে; তবে কেন এই পাপাচার?  
===========================
২৭ ফেব্রুয়ারী  ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment