Friday, February 27, 2015

"হত্যাকারী তুই নরকের কীট"

"হত্যাকারী তুই করিস কেন এতো জীদ
তোর নিজেরই বা আছে কতোটুকু ভীত
নিজেওতো একদিন নালা-নর্দমায় হয়ে থাকবি চিৎ
পচে গলে যাবি; খাবে তোকে শকুন আর কীট"


হুমায়ুন আজাদ এবং  অভিজিত এর হত্যা কারীদের উদ্দেশ্যঃ-

"হত্যাকারী তুই নরকের কীট"
মিজানুর ভূঁইয়া

হত্যা করে সে-ই
যে মিথ্যে আবরণে টিকে থাকতে চায়।
হত্যা করে সে-ই
যে ভীরু কাপুরুষের মতো বেঁচে থাকতে চায়।
হত্যা করে সে-ই
যে তার নিজের অযোগ্যতাকে ঢেকে রাখতে চায়।
হত্যা করে সে-ই
যে জীবনের পরম সত্যকে ভয় পায়। 
হত্যা করে সে-ই 
যে কাফনে নিজের মুখ ঢেকে রাখতে চায়।
হত্যা করে সে-ই
যে আলো নয়; অন্ধকারেই ডুবে থাকতে চায়।
হত্যা করে সে-ই
যে সত্যের মুখোমুখি হতে ভয় পায়।
হত্যা করে সে-ই
যে তার বুকের ভেতর পাষন্ডতা লালন করে।
হত্যা করে সে-ই
যার ধমনীতে কালো বিষাক্ত বাস্প প্রবাহীত হয়।
হত্যা করে সে-ই
যে মানবীয় চেহারায় ধারণ করে আছে পিচাষতা।
হত্যা করে সে-ই
যে কুলাঙ্গার এবং জারজ হয়ে জন্মেছে এই ভূমে।
হত্যা করে সে-ই
যার মস্তিস্কে চরম মানুষিক বিকৃতি ঘটেছে।
হত্যা করে সে-ই
যার ভিতরের মানব আত্মার অবক্ষয় এবং মৃত্যু  ঘটেছে।    
হত্যাকারী সে নিজেও জানেনা;
একদিন সমস্ত পাপ মাথায় নিয়ে, নিজেই আত্মহনন করে
অপমৃত্যুর কোলে ঢলে পড়বে; তবে কেন এই পাপাচার?  
===========================
২৭ ফেব্রুয়ারী  ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

Monday, February 23, 2015

"আমাদের সূর্য আমাদের চাঁদ"

আমাদের দুই ছেলের শুভ-জন্মদিন উপলক্ষে
(মোহতাসিম এবং মুস্তাবী)


"আমাদের সূর্য আমাদের চাঁদ"
দিনের আলো সূর্য মোদের, রাতের আলো চাঁদ
চারিদিকে আলোয় আলোয় জীবন বাজিবাত।
সূর্য-চাঁদের মিলন মেলায় মিঠলো জীবনের স্বাদ
আলোর যোয়ার আসলো ধরায় ভেঙ্গে দিয়ে বাঁধ।
ধরনীর দুই আলোক উৎস এলো মোদের ঘরে
আনন্দ আর উৎসবে মোদের ভুবন গেল ভরে।


To our dearest Twin boys Happy-Birthday
(Mohtashim and Mustabi)


"ours Sun and Moon"
our daylight is the sun and night light is the moon
lights are all around us that made life delightful
The sun and the moon came along brought us taste of life
The tide of lights came in the earth by breaking the dam
The base of the two light source came at our home
Explore the world was filled with joy and celebration

Wednesday, February 18, 2015

"নয়ন তাঁরা"

"নয়ন তাঁরা"
মিজানুর ভূঁইয়া 

তোমার দু'নয়নের ঠিক মাঝখানে দুটি তাঁরা
দেখে তাই; আমি হলেম দিশেহারা।
যখনই তাকাই, আমি দেখি শুধু তাঁরার আলো
তাইতো আমি নিবৃতে বেসেছি তোমায় ভাল ।
তাঁরাগুলো জ্বলে উঠে আমার দু'নয়নে
কি যেনো এক শিহরণ জাগায় এই প্রাণে ।
তাইতো বারে বারে তাকাই তোমার নয়নে
তৃষিত আখি কি চাহে; আর কেউ জানুক
সে  শুধু আমার এই মনই  জানে।
আমি  অবাক হয়ে দেখি সেই আলো
এ যেন নয়নের সাথে নয়নের মিলন হলো।
প্রজাপতির মত মনের ভেতর মেলে যায় ডানা
স্বপ্ন বিলাসে ভরে উঠে হৃদয়ের আঙ্গিনা ।
জীবন খুঁজে পায় অসীম সাগরের কিনারা
তুমি হয়ে উঠো আমার একজোড়া "নয়ন তাঁরা"।

======================
ফেব্রুয়ারী ১৮ ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
 

Tuesday, February 17, 2015

"জান্তা ট্রাক"

"জান্তা ট্রাক"
(একটি অশুভ রাজনৈতিক প্রক্রিয়ার বিপক্ষে)

মিজানুর ভূইয়া

মানব বিধ্বংসী দুরন্ত এক জান্তা ট্রাক
চলছে অপ্রতিরুদ্য গতিতে;
হাজার জনতাকে পৃষ্ট করেও হয়না ক্ষান্ত ।
তবুও ছুটে চলছে অনবদ্য গতি তার
লক্ষ্য তার একটাই পার হওয়া সিংহ-দ্বার।
যায় যাক প্রাণ যাক; কি তার ক্ষতি
তবুও জান্তা ট্রাক চলছে একই তার গতি।
উচু নিচু মানছেনা, কোনো কথা শুনছেনা
আপন খেয়ালের মত্তে তার ছুটে চলা।
ধ্বংশ-পূরী হয়ে যাক সব, কার সাহস কিছু বলা।
সভ্য এই দূনিয়ায় এ কোন বর্বর খেলা
মানুষের জীবন নেশে, নিজের মসনদি পথ খোলা ।
রক্তের বন্যায় ভেসে গেছে মাঠ ঘাট প্রান্তর
চারিদিকে মানুষের আহাজারি আর্তনাদ 
তবুও হয়না হুশ জান্তা ট্রাক এতো  উন্মাদ।
ছলাকলা করে আর মিথ্যে চোখের জল ফেলে
ঘাতক ট্রাক সামনে যা পায়, নেয় তা গিলে।
মতলবী জান্তা চলছে কয়েক দশক ধরে
মরণ কামড় দিয়ে বসে আছে পুরো জাতীর ঘাড়ে। 
বর্বর এই মৃত্যু খেলা চলতে থাকবেই নিরবদি
দেশ প্রেমী সাহসী সূর্য-সন্তান এগিয়ে আসো এবার 
প্রতিরোধ করো এই অশুভ গতি;
বন্ধ করো যতো সব পিচাশীয় অসভ্য রীতি।
=====================
১৭ ফেব্রুয়ারী ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ     

Friday, February 13, 2015

"বসন্ত ভ্রমর"

"বসন্ত ভ্রমর"
মিজানুর ভুঁইয়া

বসন্ত আবেশে দোলায় এ মন 
জেগে উঠে মনে কতো প্রেম।
মন করে শুধু আনচান
হৃদয় নদে বয়ে যায় প্রেম বান।
নাচে ময়ূরী মেলে দুটি পেখম
নব যৌবনে হয়ে উঠে উর্বরা মন।
এই যোয়ার ধরে রাখা যায় কতক্ষণ
বাঁধ ভেঙ্গে যায় শুধু উড়ু উড়ু মন। 
হৃদয় মাঝে কতো  রং সাঁজে
বসেনা এই মন কোনো কাজে।
আনন্দ হিল্লোলে উঠে প্রাণে ঢেউ
উন্মত্ত অভিলাসে যৌবন ভরা রসে
হয়ে উঠে টসটসে; চায় শুধু এই মন
প্রাণ ভ্রমর যেনো উড়ে এসে  পাশে বসে।
====================
ফেব্রুয়ারী ১৪ ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
 

Tuesday, February 10, 2015

"শহীদের অতৃপ্ত আত্মার সংলাপ"

মহান ভাষা আন্দোলনের শহীদের স্মৃতির স্মরণে:-

"শহীদের অতৃপ্ত আত্মার সংলাপ"
মিজানুর ভূঁইয়া
 


কে তুমি হে যুবক নগ্ন পায়ে
ফুলের তোড়া হাতে এসেছো এই একুশের প্রাতে
জানাতে তোমার প্রানের শ্রদ্বা শহীদ বেদীতে। 
ভালোইতো ছিলাম সারাটি বছর ঘুমিয়ে
তবে কেনো এলে ক্ষণিকের জাগান জাগাতে!
বুকের জ্বালা মাটিতে মিশিয়ে
ছিলাম বহু বছর প্রজন্মের দিকে তাকিয়ে।
তারা জ্বালাবে প্রদীপ দুঃখিনী বাংলা মায়ের ঘরে ঘরে
শান্তি পাবো, তৃপ্ত হবো, সে কথা ভেবে ভেবে।
আজও হয়নি সেই আশার প্রদীপ জ্বালা
চারিদিকে দেখি ভীষণ  অন্ধকার।
দেখি শুধু সর্বত্রই ভীষণ কালো মেঘের গর্জন
হায়নারা আজও করছে তর্জন গর্জন।
স্বাধীন দেশে মানুষ আজও হারাচ্ছে তাদের স্বজন
রক্ত পিপাসুরা করছে শোষণ ত্রাসন।
তাইতো; আজ মনে জ্বলছে দুঃখের আগুন
হলোনা বুঝি সফল মোদের স্বপন
বৃথাই বুঝি দিল প্রাণ মোদের কজন।
হে যুব; আর সুশোভিত ফুলের তোড়া নয়
ফিরে যাও নিজ গৃহে
কর পণ, ধর শক্ত করে হাতে হাত।
গর্জে উঠো ভীষণ তেজী হুঙ্কারে
কেড়ে নাও তোমার উত্তরাধীকার
তোমার ভাষা, অন্ন, বস্র, শিক্ষা ও শান্তির অধিকার।
লাথি মারো অকাল কুস্মান্ডদের কপালে
আঘাত করো তাদের বুকে,
যারা তোমার দেশমাতৃকার বুকে বসে করছে
কুশাসন, শোষন, খেলছে মৃত্যু হুলি খেলা।
তোমার যে হাতে ফুলের কলি

এবার,
সে হাতে নাও তুলে প্রতিবাদের অস্র তুলি।
=====================
রচনা:- প্রথম প্রকাশনা ও আবৃত্তি
বাংলা একাডেমী একুশের মঞ্চ
২১ ফেব্রুয়ারী ১৯৯১।

 

Friday, February 6, 2015

গণজাগরণী ও মানবতার গান:-

গণজাগরণী ও মানবতার গান:-

আমরাতো সবাই মানুষ
আমাদেরই তো আছে বিবেক বুদ্ধি আর হুশ।।

মানবতার জাগরণে আমরা সবাই জেগে উঠবো
মানুষ মানুষকে ভালবাসবো।
আমরা গড়েছি আমাদের এই সভ্যতা
আমাদের জেগে উঠতে হবে মানবতায়
বিবেকের আলো দিয়ে শান্তির মশাল আমরা জ্বালবো ।।
 
হিংস্র পৈশাচিকতা মনে নাহি আর পুষবো
মানুষ মানুষে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলবো।
ভালবেসে একে অপরকে হৃদয় দিয়ে বেধে রাখবো
আমরা এবার মানবতার অপমান ঘুচাবো।।

মানুষ মানুষে হানাহানি আর নয় আর নয়
বিবেককে তোমরা  কেনো প্রশ্ন করোনা
তবেই তোমরা পাবে তার সঠিক ধারণা ।
শোষনের যাতাকলে মানুষকে পিষবে যতো
কলঙ্কের বোঝা আরো বাড়বে ততো।।

এসো সবাই মিলে বিশ্ব মানবতার গাই জয় গান
বাঁধি সবাই এক সাথে প্রাণে প্রাণ।।
-----------------------------------------------
মিজানুর ভূঁইয়া
ভার্জিনিয়া ইউ এস এ
ফেব্রুয়ারী ০১, ২০১৫

Tuesday, February 3, 2015

"প্রিয়বাসিনী"


"প্রিয়বাসিনী"
মিজানুর ভূঁইয়া

 
প্রিয়বাসিনী; কি যেনো এক অজানা কৌতুহলে
সেদিন আমি তোমার হাতখানা ধরেছিলাম।
তুমি একেবারে লজ্জায় জড়সড় হয়ে গেলে
তোমাকে যখনি দেখি পৃথিবীর তাবৎ সুন্দর্য্যগুলো
যেনো ঘিরে থাকে তোমার চার পাশে; সে কারণেই হয়তো।
দু'জনে পাশাপাশি দাড়িয়ে ছিলাম ভালইতো  লাগছিল
আমিও একেবারেই বোকা বনে গেলাম।
তোমার প্রিয়দর্শিনী মুখখানা অত্যান্ত সরল ও স্বাভাবিক ।
তোমার মুখে অকৃত্তিম হাসির ঝরনা সদাই বহমান
মিথ্যে অহমিকার চাদরে কখনোই তা ঢেকে থাকেনা ।
তোমার উদার চিত্ত বন্ধুবাৎসলতা; যার তুলনাই হয়না
তুমি অতিসহজেই মানুষের মনের দরজায় পৌছে যাও
সেটাই হলো তোমার এক অপূর্ব ক্ষমতা,
আমি মন ভরে সেই   সুন্দর্য্যটুকু  উপভোগ করি
জীবনের সচেয়ে আসল রূপ, মানুষের মনের ভিতর
তোমার অন্তর এবং বাহিরে  উভয় গুনাবলীই দিব্যমান।
==========================
০২ ফেব্রুয়ারী ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ