Thursday, May 29, 2014

"কেউটে"

"কেউটে"

মিজানুর ভূঁইয়া

সমাজ সংসারে এমন অনেকে আছে যারা ভাবে

নিজেকে মস্ত বড় আতেল;
এরাই সমাজের দুশমন,সমাজের কাতেল l
আছে একটু পদবী আর বেশি পয়সার চাকর
অহমিকায় পা চলেনা, করেনা অন্যকে ঠাহর l
আপন গুনকীর্তন নিয়ে কাটে দিনরাত ঝাবর
এরা হলো সমাজের বিষফোড়, সমাজের ফাফর l
আপন মনের রং-তুলি দিয়ে তিলেসমাতি সং সাজে
নিজে নিজে রাজা বনে সমাজ সংসার বিভাজে l
উদুর পিন্ডি বুধুর গাড়ে দিয়ে অপরকে দোষে
ফুর্তিতে বুড়ো আঙ্গুল মুখে দিয়ে দিন রাত চোষে l
থাকেন তিনারা আত্মঅহমিকার মিথ্যা গুমানে
টের পান যখন সব উড়ে যায় ঝড় তুফানে l
=============================
রচনা: মে ২৮ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
লেখকের একক সর্বস্বত্বাধিকার সংরক্ষিত 


Sunday, May 25, 2014

"নিরুপম দাদা"

"সোজা-কথা"

প্রিয় মুখ, প্রিয় মানুষ-৬

এই সপ্তাহের "প্রিয় মুখ, প্রিয় মানুষ" ওয়াশিংটন এলাকার
প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ এম্বেসী, ওয়াশিংটন ডি সি এর
ফার্স্ট সেক্রেটারি শ্রী নিরুপম দেভনাথ ।...

"নিরুপম দাদা"
আমাদের সবার অতিপ্রিয় নিরুপম দাদা,
আর দশজনের চেয়ে তিনি একধম আলাদা।
পেশায় যদিও তিনি একজন সরকারী আমলা
মনে তার নাই অহংকার কিংবা কোনো ঝামেলা ।
থাকেন সদা চুপচাপ, কাজ করে যান টুপ টাপ
রাগঢাক নাই তার, নাই তার আমলাগিরীর বড়াই,
তাই ঢালেননা কারো উপর গরম তেলের কড়াই।
থাকেননা বন্ধি তিনি আমলার খোলস পরা পাথারে
আগ-পিছ ভাবেননা; এসে যান মানুষের কাতারে ।
মনে তার বড় আশা মানুষকে ভালবাসা; সনাতনী
আমলাতন্ত্রের বেড়াজাল গুছিয়ে মানুষের কাছে আসা।
স্বদেশের জন্য হলেন তিনি এক নিবেদিত মহাপ্রাণ
কূটনীতিতে অতি পারঙ্গম; বিশ্বময় দেশের মান বাড়ান।
আছে তার একটি ছোট্র কন্ন্যা আর লক্ষী সোনা পুত্র
নিজ ভাষা শিখাচ্ছেন তাকে করে অতি যত্ন ।
আপন ভাষা ও সংস্কৃতি বুকে নিয়ে গড়ে উঠবে
এই হলো তার একমাত্র বুকে লালিত স্বপ্ন ।
=================================
মিজানুর ভূঁইয়া
রচনা: ২৫ মে ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বস্বত্বাধিকার সংরক্ষিত)

Friday, May 23, 2014

"গোলাপ সংলাপ "

"গোলাপ সংলাপ "মিজানুর ভূঁইয়া

ফুটিতেছে সবুজ পত্রালিকা
ফুটিতেছে হরেক রকম গোলাপ l
খানিক অপেক্ষা মাত্র, পুরো বাগান ...
একেবারে গোলাপে গোলাপে হয়ে যাবে ছয়লাব l
গোলাপে গোলাপে হাসিবে পুরো বাগান
করিবে একে ওপরে সুখের প্রলাপ l
আমি ও মাঝে সাজে গোলাপের সাথে করিব সংলাপ l
সকাল সাঝে গোলাপের সাথে করিব ফিসফাস l
আপন মনের মাধুরী মিশায়ে গোলাপেই করিব বাস l
গোলাপের সোরভে মদিয়া যাবো
গোলাপেই নিবো নিঃস্বাস , গোলাপেই
জীবন, গোলাপেই আমার বিশ্বাস l
গোলাপের হৃদয় বড়ই সদয়, করে সব উজাড় l
থাকেনাকো কিছু গোপন, বাহির দেখে যায় বুঝা
তাইতো হৃদইয়ের অর্গ দিয়ে করি গোলাপেরেই পূজা l
--------------------------------
রচনা: ২৩ মে ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

Thursday, May 22, 2014

"ভালবাসা একটুকরো কাঁচের আয়না"

"ভালবাসা একটুকরো কাঁচের আয়না"
 
 মিজানুর ভূঁইয়া:-

যতক্ষণ পালিত হয় জীবনের অলিখিত চুক্তি
ততক্ষণই বিদ্যমান থাকে ভালবাসা ও ভক্তি।
জীবনের রুঢ় বাস্তবতায় যখন পণগুলো হয় ভঙ্গ 
সম্প্রীতির বন্ধন তখন টুটে যায়, সম্পর্ক হয় সাঙ্গ। 
ধীরে ধীরে খসে পড়ে দেয়ালের এক একটি ইট
শুরু হয় উলট পালট, আবেগের দেয়ালে ধরে চির।
উড়ে যায় ভালবাসা, থাকেনা একে ওপরে অনুরক্ত
ভালবাসার বাগানে আর ফোটেনা ফুল, শুধু ঝরে রক্ত।
স্বার্থের মোহে অন্ধ হয়ে যদি ভরে আপন ঝুলি
সম্পর্ক তখন তুচ্ছ হয়ে পড়ে, পরে গলায় শূলী।
ভালবাসা আবেগী মোহ; আবেগ ফুরালে করে বিদ্রোহ
হয়ে যায় যে যার মতো; হারায় সঙ্গবাসের আগ্রহ। 
সোহাগ ও প্রীতি ভরা ছিল যতো প্রাঞ্জল ছায়া
হয়ে যায় নিঃশেষ, থাকেনা সেখানে কোনো মায়া।
ভালবাসা যেনো একটুকরো স্বচ্ছ কাঁচের আঁয়না
মাটিতে পড়ে গিয়ে হয় চুরমার, আস্ত আর রয়না। 
==============================
রচনা: মে ২২ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
লেখকের একক সত্ত্বাধিকার সংরক্ষিত

Sunday, May 18, 2014

"রোকেয়া আপা"

"সোজা কথা"
প্রিয় মুখ প্রিয় মানুষ:-

এই সপ্তাহের "প্রিয় মুখ প্রিয় মানুষ" ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান
গুনি ও মানি সর্বজন শ্রদ্ধেয়া আমাদের সবার প্রিয় মিসেস রোকেয়া হায়দার।

                  
             "রোকেয়া আপা"


সর্বজন শ্রদ্ধেয়া আমাদের রোকেয়া আপা,
মিথ্যে অহংকার নাই তার, নয় তিনি স্বভাবে চাপা।
গুনে মানে অদ্বিতিয়া, মনে তাঁর  অজস্র ভালবাসা
মানুষকে অতিসহজে আপন করে নেন, দিল তার খাঁসা।
বাংলার এক মহান রত্ন, আমরা করি যেনো তার যত্ন
বিশ্ব ভুবন জুড়ে আছে যার সুখ্যাতি, কন্ঠে মহারতি।
বাংলার এক বিশাল অহংকার, স্বাধীনতার শব্দ সৈনিক
স্বাধীন চিন্তায় করেন কাজ; একেবারে নির্ভীক।
বিশ্বময় ছড়িয়েছেন বাংলার মান; বাড়িয়েছে দেশের জ্যোতি
মনে প্রাণে ও বিশ্বাসে বাঙালি তিনি; একদম খাঁটি।
প্রাণ দিয়ে ভালবাসেন মা মানুষ ও দেশের মাটি
তার সৃষ্টিশীল ভাবনা  ও কর্মে  গর্বিত বাঙালি জাতী।
============================
রচনা: ১৮ মে ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
লেখকের একক সর্বসত্বাধিকার সংরক্ষিত 

Tuesday, May 13, 2014

"ভন্ড প্রীতি"

"ভন্ড প্রীতি"

মিজানুর ভূঁইয়া-- 


তোমরা সমাজ বিভাজনের টক্করে
মানুষকে ফেলিতেছো এক বিষাল চক্করে।
নিজেদের ভাবো উচ্চবিত্ত, ভগবানের একমাত্র সৃষ্ট   
আর বাদবাকিরা হলো ছোটলোক, নাই তাদের চিত্ত।
ভাবো গোটা দুনিয়া যেনো তোমাদের মালিকানা 
বাকিরা সব হলো জীন-ভুত কিংবা ছাগলের ছানা।
তোমরা নিজেদের নিয়েই আছো ভীষণ ঘোরপাকে
অপসংস্কৃতির আবরণে নিজের দেহকে দিয়েছো ঢেকে।
শুনি; বাংলা স্কুলসেবীদের গালি দাও ছোটলোক বলে!
সংস্কৃতি সেবকের ভান করো, দিনরাত সুরা পান করো।
যারা দিনরাত বুকে আগলে রাখে নিজ ভাষা ও সংস্কৃতি 
তাদের গালি দিয়ে করো নিজের মানুষিকতার বিকৃতি।
হাজার যোজন দুরে বিদেশের এই মাটিতে;
বাংলা-স্কুল পরিণত হয় সংস্কৃতির রক্ষার ঘাটিতে।
বড় বড় বোল পারো; আসোনিতো কখনো হাল ধরো
পিছে পিছে গাল পারো আর নিজের মনের ঝাল ঝাড়ো।
ভন্ড এই সংস্কৃতি প্রীতি, সংস্কৃতি রক্ষার একমাত্র ভীতি।
=================================
রচনা: ১২ মে ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

Sunday, May 4, 2014

"প্রবাসে আনন্দধারায় বৈশাখ"

প্রাণপ্রতীম বন্ধুবর ও একনিষ্ট সমাজ ও সংস্কৃতিসেবী
শেখ মিলন মাওলা'র বাড়িতে এক বৈশাখী আয়োজনে
অপূর্ব এক হৃদয় স্পর্শিক ভাবনায় এই লিখা। 


"প্রবাসে আনন্দধারায় বৈশাখ"

চির নতুনের আহবানে
বৈশাখ প্রাণে নব বারতা আনে
জাগিয়ে তোলে মনে উচ্ছাস ও আনন্দ
অপূর্ব এক হৃদয় স্পর্শিক হিল্লোলে।
এই দূর প্রবাসে; বৈশাখ জাগায় স্পন্দন
আরো গভীরতম প্রানের ছোঁয়ায়
উন্মুক্ত মাঠে কিংবা ঘরে ঘরে।
পুরো মাস ধরে উচ্ছসিত আনন্দে উদ্ভেল
প্রতিটি কাতর মন আপন সংস্কৃতি
রক্ষা কিংবা উপভোগে উজ্জীবিত,
অতন্দ্র প্রহরীর মতো আকড়ে ধরে
প্রানের সাথে অতিশয় মজবুত ও দৃঢ়তায়
যেনো শিকড় ছড়িয়ে বিশাল বৃক্ষটিকে
রক্ষা করার এক প্রানপণ প্রচেষ্টা।  
================
মিজানুর ভূঁইয়া
রচনা: ০৪ মে ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
লেখকের একক স্বত্তাধিকার সংরক্ষিত    

"বিপ্লব দা"

"বিপ্লব দা"

নাম তার বিপ্লব; মনে তার নাই কোনো মতলব
অতিশয় সাদাসিদা, খুশি মনে থাকে নিয়ে উত্সব
সমাজ সংস্কৃতির একজন অতি খাঁটি কুশিলভ।
লাজুক লাজুক চেহারা তার; কথায় অতিশয় মিষ্টি
ভাবনায় তার চমত্কার উদ্ভাবনা সংস্কৃতি সৃষ্টি।
ছবি তোলা পছন্দ তার, মন বড়ই তাতে উত্সুক
প্রকৃতি ও মানুষের ছবি তুলে মনে পায় বড় সুখ।
বন্ধু-স্বজন কিংবা যেখান থেকেই আসুক ছবি তোলার ডাক
চলে যান একদম সোজা সেথায়, সম্মানী পাক না পাক।
আছে তার আদরের একমাত্র সন্তান, নাম তার ঈশান
তাকে ঘিরে আছে তার চমত্কার স্বপ্ন ও ভিশন
মনে আশা; উড়াবে জীবনের সকল শান্তির জয় নিশান।
*********************************
মিজানুর ভূঁইয়া
রচনা: ০৪ মে ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

লেখকের একক সত্ত্বাধিকার সংরক্ষিত