Sunday, November 1, 2015

"বেদনাময় নভেম্বর"

মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকীতেঃ-

"বেদনাময় নভেম্বর"
মিজানুর ভূঁইয়া



কাল্গ্রাসী নভেম্বর আবার আসন্ন
কেড়ে নিয়েছিলো সকল সঞ্চিত ভালবাসাকে।
হৃদপিন্ডটিকে দুমড়ে মুচড়ে দিয়ে সুখানুভুতি ও
প্রশান্তির দ্বার গুলোকে রুদ্ধ করে দিয়েছিলো।
শান্তির ললিত স্বপ্নের বাগানে
ঢেলে দিয়েছে বঞ্চনার অনল বর্ষণ ধারা।
কাল্গ্রাসী প্রলয়ঙ্করী নভেম্বর
কেড়ে  নিয়েছে দু'চোখের শান্তির নিদ্রাটুকু।
মা বলে ডেকে জীবনে যতোটুকু
মধুরতম সুখানুভুতি উপভোগ করেছিলাম। 
মা বিহীন বেদনা এই বুকে
আজ তার চেয়ে দশগুণ আঘাত হানছে।
মা নামের চির মধুর শব্দটি
জীবনে যতোটুকু শক্তির সঞ্চার করতো। 
আজ মা বিহীন জীবন
মরুভূমির মতই শুস্ক ও প্রাণহীন।
যে মানুষটির সকল প্রার্থনা ছিল
নিজ সন্তানের মঙ্গল কামনায় নিবেদিত।
সেই মহীয়সীবিহীন জীবন
ক্রমাগতই অভিসপ্ততার কন্টকে ঘেরা।
এমনিভাবে কেউ আর সুখের প্রদীপ
নিয়ে কাছে আসেনা মায়ের মতো।
মনের শুস্কতা কাটেনা
মায়ের অকৃত্তিম ভালবাসার বর্ষণ ছাড়া।
পৃথিবীতে আর সকল সম্পর্কই
নিজ নিজ স্বার্থের গলিতেই থাকে বন্ধি।
মা'ই শুধু  উৎসর্গ করে নিজেকে
শূন্য করে দিয়ে; সন্তানের পরিপূর্ণতায়।
=================
০১ নভেম্বর ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment