Thursday, October 29, 2015

"খাঁচার পাখিরা"

"খাঁচার পাখিরা"
মিজানুর ভূঁইয়া



মুক্ত পাখিকে খাঁচায় বন্ধি করে
হয়তো মিলে তোমার অফুরন্ত আনন্দ।
পাখিটি যে হারিয়ে ফেলে
তার জীবনের স্বাছন্ধতা, সুর ও ছন্ধ।
ভাবো তুমি ভালো খাবার দিয়েছো 
পাখিটি খুশিতে হবে গদগদ
মনে তার কোনকালেই আসিবেনা
সেই একই আনন্দ, করো সেবা যতো।
পাখিতো খাচ্ছে খাবার বটে
মনে তার ছটপটানি, বন্ধি যে সে জেলখানা
উপায় কি তার; উড়েতো আর যেতে পারছেনা । 
জন্মেই যে দেখেছে খোলা আকাশ, মুক্ত বাতাস
ঘুরে বেড়িয়েছে সমগ্র দেশ দুনিয়া।
মনকি তার আদৌ টিকে
লোহার খাঁচায় গড়া বন্ধি এই ঠিকানা ।
===================
২৯ অক্টোবর ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment