Thursday, October 15, 2015

"শান্তি ও আনন্দের দূর্গা-পূজা"

সকলের প্রতি শারদীয় দূর্গা-পূজার প্রীতি ও শুভেচ্ছা

"শান্তি ও আনন্দের দূর্গা-পূজা"
মিজানুর ভূঁইয়া



বছর ঘুরে বারে বারে আসে দূর্গা-পূজা
প্রার্থনা আনন্দ আর নানান রকম মজা।
দেব দেবীর কৃপা কামনায় আসে পবিত্র পূজা
প্রার্থনা ও অরাদনায় অত্নশুদ্ধি খোঁজা।
মনে পড়ে ছেলে বেলায় চৌধুরীদের বাড়ি
ঢাক ডোল আর কাঁসার বাজনা রাত যেতো গুজারী।
মজার মজার নাড়ু সন্দেশ আরও চিড়া মুড়ি
প্রানভরে খেতাম আর মাটির উপর গড়াগড়ি।
বছর ঘুরে আসতো যখন স্বরস্বতী আর দূর্গাপূজা
নানার বাড়ির চৌধুরীদের পূজাস্থলে 
রাতভর নাচা গাওয়া আর করতাম কতো মজা।
পূজার মাঝে নাই বেদাভেদ থাকে দুয়ার খোলা
সকল ধর্মের সহমিলন আনন্দে উজালা।
ধর্ম দিয়ে মর্ম বুঝা মানব ভালবাসার
সেই পথেই শান্তি সুখের ঘটবে আসল প্রসার।
======================
১৫ অক্টোবর ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ
 

No comments:

Post a Comment