Saturday, October 3, 2015

"জীবন ও নিয়তির খেলা"

"জীবন ও নিয়তির খেলা"
 মিজানুর ভূঁইয়া


নিয়তির কি অদ্ভুত খেলা
কেটেছে শৈশব ও কৈশোর জীবন
যে সোদা মাটি গন্ধে।
কেটেছে উদ্যাম ছেলেবেলা
এক ঝাঁক প্রানখোলা বাল্য বন্ধুদের সাথে।
আনন্দ সোরগোল দিনরাত
কেটেছে এপাড়া ওপাড়া হেঁটে হেঁটে।
সেই খেলার সাথীরা
আজ গেছে বৃত্ত থেকে ছুটে।
জীবনের প্রয়োজনে
কেউ আছে ভিন্ন শহরে, কেউ প্রবাসে
কেউ বা রয়েগেছে
পৈত্রিক ভিটাবাড়ি নাড়ীর টানে।
পারেনি ছিন্ন করে যেতে
মমতায় ভরা নিজ গ্রাম ছেড়ে।
রোগে শোকে কাতর হয়ে
কেউবা কাটছে জরাজীর্ণ জীবন।
কেউবা ইতিমধ্যে বিদায় নিয়েছে পরলোকে 
জগৎ সংসারের মায়া ছেড়ে।
প্রবাসী জীবন আমার
ছুটে যায় বার বার বাল্য-স্মৃতির সেই গাঁয়ে। 
ফিরে তাকায় এই মন
মায়াময় নিখাদ ভালবাসায় ভরা কাননে।
এই ঘন বাদলাদিনে প্রবাসে
ঘরের বসে ভাবি জীবন কি শুধুই মিছামিছি।
মাঝখানে কিছুদিন হই-হুল্লুর আর কাঁদা হাঁসি।
নিজেকে আজ আমি ভাবি বড়ই অপরাধী
ছেড়ে এলাম নিজ গাঁও আর খেলার সাথী।
এ জীবনে কবু কি আর দেখা হবে একসঙ্গে 
কেউ কারো সাথে
যেমনি ছিলাম একদিন একবৃন্তে দূরঅতিতে।
=====================
০৩ অক্টোবর ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের সর্বস্বত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment