Tuesday, October 6, 2015

"জীবন বিভ্রাট"

"জীবন বিভ্রাট"
মিজানুর ভূঁইয়া


কি জানি কি চাই
খুঁজে নাহি পাই।
যেদিকে তাকাই, কি জেনো ছিল
এখন আর নাই।
জীবন শুধুই গোলক ধাঁধাঁ
আসলেই কি তাই ?
যাহা চাই তাহা নাই
যাহা না চাই তাহা পাই।
মনে নিয়ে কতো আশা
একটু সুখের প্রত্যাশা।
সুখের আশা শুধু চোখে
আজীবন বন্ধি রয়ে যায় বুকে।
জীবনের হিসেব আসলেই গোলমেলে
ভাবে যাহা তাহা অন্যদিকে যায় চলে।
ক্লান্তিতে ভরা মন, এভাবেই কাটে ক্ষণ
একদিন পুরো জীবনটাই করে পলায়ন।
***************************
০৬ অক্টোবর ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment