Saturday, November 7, 2015

"একটি তরী-দুটি জীবন"

 "একটি তরী-দুটি জীবন"
মিজানুর ভূঁইয়া


দুটি মন ছিল ক্ষণ  দুটি সীমানায়
দুই কুল ছেড়ে মিলে এসে একটি মোহনায়।
সকল বন্দন আর হৃদ্দ্যতাকে  ছেড়ে
দুটি তরী এসে অবশেষে একই তীরে ভীড়ে।
বুকভরা একই আশা বাধিঁবে সুখের বাসা
রইবে দু'জন দু'জনার মিটিবে মনের তৃষা।
বিলীন করিবে নিজেকে একে অপরের তরে
নিজ স্বার্থের মোহ অন্তরে কবু নাহি রহে।
এরই নাম সুন্দর ও পরিচ্ছন্ন মন
 সুখে দুঃখে দু'জন দু'জনার সারাটি জীবন।
 আনন্দ যেমন হয়ে উঠে দু'জনার
 দুঃখকেও দু'জনে করে নেয় আপনার।
 ভালবাসার তরীতে ভাসে সুখে দু'জনে
 স্বপ্ন চোখে নিয়ে উড়ে বেড়ায় দু'টি প্রাণ দূর পবনে।
 পৃথিবীটা যেনো হয়ে যায় শুধু দু'জনার
 সুখে দুঃখে মিলে মিশে দু'জনাই রয় দু'জনার। 
একে অপরে নিঃস্বার্থে করে উৎসর্গ
জীবনের সকল কিছুই হয়ে উঠে সুখ্স্বর্গ।  
 যৌবনের বন্ধু যেমন বার্ধক্যতেও  খুবই কাছাকাছি
 শুরু থেকে শেষ জীবনেও মুখে থাকে  হাঁসি।
=======================
০৭ নভেম্বর ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের এককক সর্বস্বত্ত্বাধিকার সংরক্ষিত)
 

No comments:

Post a Comment