Thursday, November 5, 2015

"আসিবো আবার সাগরের জল হয়ে"

 "আসিবো আবার সাগরের জল হয়ে"
---মিজানুর ভূঁইয়া



 চিনিয়াছি তারে অনেক আপন করে
 দেখি শুধু দূর থেকে, দুই নয়নে।
 কাছে যেতে মানা, তারে ছোঁয়া যাবেনা
 সে এখন হয়ে আছে অন্যের ঠিকানা।
 এই জনমে তার সাথে দেখা অনেক বিলম্বে
 অপেক্ষা এখন যদি মেলে দেখা পূনঃজন্মে।
 মহাসৃষ্টির মহাকাব্য হইবে তখন রচনা
 গুছিবে হৃদয়ের সকল অব্যক্ত যাতনা ।
 সাগরের সাথে সাগরের মিলন ঘটে কদাচিৎ
 সাগরের বুকে এসে মিলে শুধু নদী নালা কুৎসিত।
 সাগর উদার চিত্তে খুলিয়া দিয়াছে সীমানা
থাকে তার বিশাল বক্ষখানা মেলিয়া।
 সরু নদী বুঝে কি সেই উদারতার মর্ম
 শুধু যায় সে আপন খেয়ালে বহিয়া ।
 সাগরও আবার কখনো কখনো
 অন্য সাগরের দেখা পায় খুঁজিয়া,
 যুগ জনমের পথ খুড়িয়া খুড়িয়া।
 দেখা যখন মিলে যায়;
 উপচে উঠে দুই সাগরের সীমানা।
সাগরের সাথে সাগরের মহামিলন
বুক জুড়ে পুলকিয়া উঠে তখন আনন্দ শিহরন।
সৃষ্টিশীলতার  অপূর্ব মত্ত নেশায়
 উঠে দুজনার হৃদয় মাতিয়া।
পৃথিবীর শান্ত স্থিবির প্রকৃতিরা শুনে;
সেই সুমধুর কুলকুল ধ্বনি কান পাতিয়া।
===================
০৫ অক্টোবর ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment