Friday, November 13, 2015

"কাঁটাতারে ঘেরা জীবন"

"কাঁটাতারে ঘেরা জীবন"
----মিজানুর ভূঁইয়া



সম্ভবনার আলোকোজ্জল দরজাগুলো
নির্মমভাবে একটির পর একটি বন্ধ হয়ে যায়।  
 কি এক অদ্ভুত পাষান দেয়ালের
 মাঝখানে পড়ে আছে জীবন।
 নেই কোনো আলো, নেই কোনো বায়ু
 ক্লান্ত বিষন্ন অচেনা এই ভুবন।
 এখানে মানুষ শুধু নিজেকেই বেশী চেনে
 স্রোতের মতো জীবন শুধু একদিকেই চলে।
 কে কার খবর রাখে; ব্যস্ত শুধু গুছাতে নিজের থলে।
 বড়ই নির্দয় অচেনা এই ভুবন
 শুধু কাছাকাছি থাকা, হয়না তবুও আপন। 
এখানে ধ্বংসের স্থুব এখন ক্রমাগতই
ভারী হয়ে উঠছে নিতান্ত অজ্ঞতার বসে।
শান্তির নিঃশ্বাসের এখন বড়ই অভাব
চারিদিকে দম বন্ধকরা বিষাক্ত বাতাসে ভরা।
জীবনের স্বাভাবিক আচরন্গুলু
ক্রমাগতই হয়ে যাচ্ছে তারকাঁটার মতো তৃক্ষ্ন।
ভালবাসার বদলে হৃদয় ফুঁড়ে ঝরায় রক্ত
ভালবাসার সকল প্রতিশ্রুতিসমূহ 
কেবলই  বিহ্গলের করুন সুর হয়ে বাজে।
চোখে সোনালী স্বপ্নে ভরা মধুময় এই জীবন
ভুলেভরা গোয়ারতমির কাছে হেরে যায় বার বার।
এমনিভাবে জীবনের সহজ ও সুন্দর প্রবৃত্তিগুলো
বন্ধি হয়ে যায় কাঁটাতারের বেড়ায়।
===================
ভার্জিনিয়া, ইউ এস এ
১৪ নভেম্বর ২০১৫
(লেখকের একক সর্বস্বত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment