Sunday, September 20, 2015

"বকুলিকা"


 "বকুলিকা"
মিজানুর ভূঁইয়া

তুমি বকুল তলায় শুইয়ে ছিলে
ঝরা বকুলের সাথে।
তোমার গলায় পরিয়ে দিলাম
বকুলের মালা গেঁথে।
বকুল তলায় বকুল ফুলের মেলা
সৌরভে মন হতো যে উজালা।
আমরা দু'জন একসাথে
বকুল তলে করেছি কতো খেলা ।
সুখের পরশ হৃদয় জুড়ে দিতো ভীষন নাড়া। 
রোজ সকালে আসতাম ছুটে
বকুল কুড়ানোর ছলে ।
জনাতো কি কেউ; সেই গোপন কথা,
তোমার সাথে মিলবো বকুল তলে।
ফুলগুলো সব কুড়িয়ে নিয়ে
গুঁজে দিতাম তোমার আঁচলে ।
এদিক সেদিক দেখতাম শুধু
আবার কেউ যদি তা দেখে ফেলে।
বকুল ফুলের মালায় যখন ভালবাসা হতো
সেই জীবনের ভালবাসা হৃদয় ছুয়ে যেতো।
বকুল মালায় আকুল হতো ভালবাসায় প্রাণ ।
এই যুগে হীরার মালাও পারেনি নিতে সেই স্থান।
====================
২০ সেপ্টেম্বর ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment