Saturday, September 5, 2015

"চোখের আলোয় লাগলে ভালো"

"চোঁখের আলোয় লাগলে ভালো"
--------মিজানুর ভূঁইয়া



চোঁখের আলো যখন
অন্য চোঁখের আলোকে খুঁজে পায়,
তখন চোঁখে চোঁখে
অনেক কথা হয়ে যায়।
চোঁখের ভাষা তখন
মনের ভাষা হয়ে ধরা দেয়।
হৃদয়ে শুরু হয়ে যায় অনর্গল বর্ষণ,
চোঁখই তখন বলে দেয় ইশারায়
হৃদয়ে কি কথা জমা ছিল সেই ক্ষণে।
চোঁখ শুধু বাহিরেই দেখেনা
দেখে অন্তর অলিগলি।
খুলে দেয় অন্তর জানালা
দূর থেকে চোখাচখি।
এক পলক চাহনীর অব্যক্ত কামনা
এসে ভীড় করে জানালার কানসিতে।
কাছে আসার অধীর আগ্রহ
তাড়া করে পেতে; আরো কাছে।
চোঁখের যে ভাষা
সেতো নিত্য প্রত্যাশার আলো খোঁজে।
কাছে পেলে চোখগুলো মিটিমিটি হাসে।
পেতে চায় তৃষিত মন ঐ দু'টো চোঁখ
আরো কাছে অনেক কাছে।
চোঁখের ভাষা; চোখেই বুঝে
তাইতো চোঁখ অন্য দু'টি চোঁখ খোঁজে।
চোঁখের ভাষাগুলো তখন
নীল প্রজাপতির ডানা হয়ে যায়।
মুহুর্তেই উড়ে চলে যায়
ঐ নীল চোঁখ দু'টোর কাছাকাছি।
================
০৫ সেপ্টেম্বর ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বস্বত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment