Thursday, September 17, 2015

"চাঁদের হাঁসির বাঁধ ভেঙ্গেছে"

"চাঁদের হাঁসির বাঁধ ভেঙ্গেছে"
মিজানুর ভূঁইয়া



আমি চাঁদকে যেমন পারিনা ভুলিতে
তেমনি তোমাকেও তাই ।
তোমার সাথে আমার দেখা হয়েছিল
চাঁদনী রাতে; যখন ফুল তুলিতে যাই ।
দু'টি চাঁদের শুভ্র কিরণ পড়লো এসে চোখে
একটি চাঁদ দুলছে একা ঐ আকাশে।
আরেকটি চাঁদ ঠিক দাড়িয়ে আমার পাশে।
আকাশ আর পাতাল চাঁদের উজ্জল আলো
মুহুর্তেই আমার দু'টি নয়ন তাঁরায় মিশে গেলো।
আলোর বন্যায় কৌতহলি এই মন
ভেসে গেলো আলোকভরা প্লাবনে
চাঁদের আলোয় খুঁজে পেলাম তোমায়
আমার জীবনে; সেইযে মধুর লগনে।
সেদিন থেকে চাঁদের আলো সঙ্গী হলো জীবনে ।
======================
১৭ সেপ্টেম্বর ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment