Sunday, June 28, 2015

"আত্ন-শুদ্ধি ও রমজান"


"আত্ন-শুদ্ধি ও রমজান"
মিজানুর ভূঁইয়া


 
আসে প্রতি বছর মাহে রমজান
ছিয়াম সাধনার মাস।
করিতে উপলব্ধি  ক্ষুদার মর্ম-যাতনা
করে একটি মাস উপবাস।
হতভাগা বঞ্চিত দরিদ্র আছে যতো চারি পাশ
রোগে শোকে ক্ষুদায় করচ্ছে হায় হুতাশ।
অর্থ প্রাচুর্যে্ ভরপুর আছে যতো পাড়া প্রতিবেশী
তাদের কাছে চায় জীবনের একটু আশ্বাস।
দিনমান রোজা করে, সন্ধ্যায় খেয়ে রাজভোগ
পরকালে মিলিবেনা একই রকম সুখ।
রমজানের তাৎপর্য্য; বুঝা ভুখা মানুষের কষ্ট ও দুঃখ
তাতেই মিলিবে তোমার স্বর্গ সুখ। 
সম্পদের পাহাড় জমিয়ে ধন-কুবের সেজে
নিঃশ্বাস চলে গেলে লাগিবেনা কাজে।
মানুষের দুঃখ কষ্টে সহানুভুতিতা ধর্মের বিধান
স্রষ্টার এই দুনিয়ায় সব মানুষই সমান।
সম্পদ প্রাচুর্য্য সব কিছুই ক্ষনস্থায়ী; বাহিরের আবরণ
সকল জীবেরই একদিন হইবে মরণ।
মাহে-রমজানের এই একটি মাসের উপবাসে
জাগে ত্যাগের মহান ব্রত।
পাশে এসে দাড়াবার সুযোগ মিলে, ক্ষুদা ও দুঃখ বেদনায়
জর্জরিত মানুষ আছে যতো।
ক্ষুদার্তকে অন্ন দিয়ে জীবন বাচানোই হলো আসল ফজিলত
সর্বধর্ম বাণীতে, ইহাই  হলো সব চেয়ে বড় ইবাদত।
===========================
২৮ জুন ২০১৫
ভার্জিনিয়া,  ইউ এস এ
(লেখকের সর্বসত্বাধিকার সংরক্ষিত)

Sunday, June 21, 2015

"মা বাবা দুজনেই সমান উপাস্য"

"মা বাবা দুজনেই সমান উপাস্য"
মিজানুর ভূঁইয়া




মায়ের কাছে যেমন ঋণী
পিতার কাছেও তাই।
দুজনেরই সমান ত্যাগ
যার তুলনা নাই ।
মা রেখেছেন আগলে বুকে
বাবা দিয়েছে মাথার উপর ছায়া।
দুজনের বুকের ভিতর
ভীষণ রকম মায়া।
বাবা এনেছে খাওয়া যুগিয়ে
মা তুলে দিয়েছেন মুখে।
দুজনেরই চিন্তা ছিল
সন্তান যেনো থাকে সুখে।
মা বাবার স্বপ্নের ফসল
সন্তান দুনিয়ায়।
এর চেয়ে বড় শান্তি সুখ
আর কি পাওয়া যায় ।
কেউ বড় নয়, কেউ ছোট নয়
দুজনেই সমান।
এই কথাটি অতিব সত্য
রেখো মনে ঈমান।
আল্লাহতায়ালা হলেন সৃষ্টিকর্তা
তাই তিনি হলে মহান।
ভাবতে হবে আল্লাহর পরেই
মা ও বাবার স্থান।
দিনরাত যেমনি এবাদত করো
আল্লাহকে পেতে।
তেমনি তোমার আশীর্বাদের জন্য
মা বাবার কাছে হবে যেতে।
আল্লাহকে পেতে হলে চাই
মা বাবার দোয়া।
সেই সত্যটি পূরণ না হলে
বেহেস্ত যাবে খোয়া।
মা বাবা দুনিয়াতে ছিল বলেই
তোমার জীবন পেলে।
জীবনের এই পরম সত্যটিকে
যেওনাকো ভুলে।
****************
২১ জুন ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ
(লেখকের সর্বসত্ত্বাধিকার সংরক্ষিত )

Saturday, June 20, 2015

"দিন বদলের হাওয়া"


মিজানুর ভূঁইয়া


 
বাবা ছিলেন ডাটশেটে ইঞ্জিনিয়ার
আমি হলেম পদ্যকার।
পেশার নেশায় আমায় কেড়ে নিয়েছে
মহা-দিগ্বিজয়ী কম্পিউটার।
কম্পিউটারের সাত প্যাচে আমি ধরাশায়ী
হয়ে গেছি যেন জন্তু দু'পায়ী।
ঘরে বাইরে কাজে শুধুই কম্পিউটার যাতনা
পদ্যের ভাবনাগুলো  মাথায় আসেনা ।
দিনরাত জেগে শিখা, নতুন নতুন প্রযুক্তি
কমে যাচ্ছে মানবিক সব শক্তি।
প্রযুক্তির জোয়ারে আমরা সবাই দিশেহারা
মানবিক মূল্যবোধগুলো হয়ে যাচ্ছে হারা ।
মানুষ কাছে আসে শুধু; নিজের প্রয়োজনে
অন্যের প্রয়োজন, কে তাহা শোনে।
ব্যস্ত সবাই কম্পিউটার, আই-প্যাড আর ফোনে
সময় এমন এখন, কে কার কথা শোনে ।
আবেগীয় পদ্যের অবস্থা আজকাল বড়ই করুণ
যান্ত্রিকতা সেখানে ঘটিয়েছে বিস্ফোরণ।
সম্পর্ক স্নেহ ভালবাসা আছে লেখা শুধুই পুস্তিকায়
এই যুগের হৃদয়ে তাহা খুঁজে নাহি পায়।
লেগেছে বুঝি পালে দিন বদলের হাওয়া
মূল্যবোধের সপ্নগুলো খেয়েছে ভীষণ ধাওয়া।
========================
২০ জুন ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
লেখকের সর্বসত্তাধিকার সংরক্ষিত
 


Tuesday, June 16, 2015

"কোনো কিছুই থেমে নেই"

 "কোনো কিছুই থেমে নেই"
মিজানুর ভূঁইয়া


এই জগতে কোনো কিছুই থেমে নেই
পৃথিবী তার আপন নিয়ম মতো
দিন রাত চলছেতো শুধু চলছে।
সুর্য্ জেগে উঠছে, সুর্য ডুবছে যাচ্ছে
আকাশেতে কালো মেঘ ভাসছে
সুর্যের আলোতে আবার আকাশটা হাসছে।
বজ্রের হুঙ্কারে আকাশটা কাঁপছে
নীল আকাশটা স্বপ্ন নিয়ে ভাসছে।
অশান্ত ঝড়ো হাওয়া দ্রুত বেগে ছুটছে 
শান্ত স্থিবির কমল হাওয়া আবার বইছে।
রাতের আকাশ তাঁরার আলোয় জ্বলছে
কখনো আবার অমানিশায় ঢাকছে।
বৃক্ষ শাখা সবুজ পাতায় ভরে উঠছে
পাতাগুলো আবার ঝরে পড়ছে।
মানুষ মহাশূন্যে পাড়ি দিচ্ছে
আবার পাতালেতে ফিরে আসছে।
গাড়ির চাকাগুলো দ্রুত গতিতে চলছে 
আবার স্থির হয়ে থেমে থাকছে।
মানুষ কর্ম ব্যস্ততায় ছুটে চলছে
সন্ধ্যে বেলায় বাড়ি ফিরে আসছে।
দুঃখ বেদনায় শোকে তাপে সবাই কাঁদছে
সুখ শান্তিতে হৃদয় উজাড় করে হাসছে।
মানুষ ঝগড়া বিবাদ আর হানাহানি করছে
প্রেম প্রীতি ভালবাসায় বুকে তুলে নিচ্ছে।
নতুন শিশুর জন্মে সবাই প্রাণ খুলে হাসছে
আপনজনের মৃত্যুতে চিৎকার করে কাঁদছে।
এই পৃথিবীতে যতো কিছু সৃষ্টি হয়ে আসছে
সকল কিছুই অবশেষে বিলীন হয়ে যাচ্ছে। 
=====================
  ১৬ জুন ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের সর্বস্বত্বাধিকার সংরক্ষিত)

Friday, June 12, 2015

"পুরনোয় নতুন সমীকরণ"


"পুরনোয়  নতুন সমীকরণ"
মিজানুর ভূঁইয়া

তুমি এবং সে
পুরোনোয় পুরোনোয়
মিলে হলে নতুন ।
মাঝখানে বন্ধি কিছু সময়
নিয়মের চৌহদ্দিতে ।
দুটি চৌবাচ্চায় বন্ধি জল
মাঝখানে বিভাজিত স্থল ।
কেটেছে জীবনের
ক্লান্তিকর কিছুতা  সময় ।
দুই দিগন্তে
কিছুটা অস্থির জীবন ।
যদিও কথা ছিল
পূর্বজনমে, 
এই জনমে হবে
দুজন দুজনার ।
বিদী বাম, হলোনা তা
তাতে কিইবা হয়েছে;
উল্টিয়ে দিলে
জগতের নিয়ম রীতি। 
ফুফে উঠেছে দুই চৌবাচ্চার  জল
বাধ ভেঙ্গে
মিলে গেছে অথৈ সাগর।
কে রোধে সেই যোয়ার
মহা সমুদ্রে মিলে একাকার।
পুরোনয় পুরোনয় মিলে
নতুন এক জল সমুদ্র ভান্ডার।
===============
 ১২ জুন ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস

Wednesday, June 3, 2015

"ধর্ম শুলিতে মানুষ বলী"

"ধর্ম শুলিতে মানুষ বলী"
মিজানুর ভূঁইয়া


তুমি হিন্দু মুসলিম খ্রিস্টান কিংবা বৌদ্ধ
তাতে কিবা আসে যায়।
এক আসমান একই আলো বাতাসে
সবার হয় ঠাঁই ।
একই প্রদীপের আলো তোমার ঘরে
অন্যের ঘরেও তাই।
তবে কেন মানুষ মানুষের অন্তরে
পায়না কোনো ঠাঁই।
ধর্মে ধর্মে বিভেদ করে ছোট কর
নিজের পরিচয়।
নিজেই শুধু ডেকে আনো নিজের
বিবেকের পরাজয় ।
বিবেক বুদ্ধিতে মানুষ সবার উর্ধ্বে 
পশুর বিবেক নাই।
মানুষ কিভাবে এমনতর হীন কর্মে
নিজেদের জড়ায়।
মানুষ বিধাতার সকল সৃষ্টির শ্রেষ্ট জীব
এটাই আসল পরিচয়।
একই শান্তির মহান বাণী রয়েছে
সকল ধর্ম পুস্তিকায়।
=================
০৩ জুন ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ