Monday, December 29, 2014

"নতুন আলোর ভোর"

"নতুন আলোর ভোর"

মিজানুর ভূঁইয়া

আসে নতুন বছর, নিয়ে নতুন  আশা
শান্তি, স্থিতি আর বুকভরা ভালবাসা।
একটু ভাল একটু আলো
গুছে যাবে সকল কালো।
পায় যেনো মন  একটু সুখের পরশ
জীবন তখন হয়ে উঠেবে আরো সরষ।
মন্দ  যত ছিল গত সনে
উড়ে যেনো যায় তাহা দূর গহীন বনে।
শান্তির পায়রাটাকে পায় যেনো মন খুঁজে
দুঃখ বেদন আছে যতো যায় যেনো সব গুছে।  
নতুন বছর নতুন রূপে সবার  কাছে আসে
নতুন আশার স্বপ্নগুলো চোখের মাঝে ভাসে।
ভ্রান্তি নিয়ে ক্লান্তি যতো যাক হয়ে তা শেষ
নতুন বছর বয়ে আনুক শান্তি সুখের বেশ।
দুরাচারের দুর্নীতি আর ছিল যতো ঘোর
কন্ঠে এবার জেগে উঠুক নতুন গানের সুর। 
পাপ-পঙ্কিলতা যাক হয়ে সব দূর
নতুন জীবনের স্বপ্ন নিয়ে আসুক নতুন ভোর। 
===============================
 ২৯  ডিসেম্বর ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ




No comments:

Post a Comment