Monday, December 15, 2014

"স্বপ্নের জানালা"

বাংলাদেশের ৪৪তম বিজয় দিবসে আমার শ্রদ্বান্জলি:-
 
"স্বপ্নের জানালা" (পূর্ব ও পশ্চিম পাকিস্তান )
মিজানুর ভূঁইয়া

 
তোমরা নিতান্তই জোর করে আমাদের
পূর্বদিকের জানালাটিকে বন্ধ করে দিতে চাইলে।
কারণ; সেই জানালায় আমরা প্রতিদিন 
ভোরের প্রথম সূর্য্য উঠার দৃশ্যটি দেখি বলে।
আমরা প্রতিদিন ঐ সুর্য্যেটিকে দেখে 
প্রতিশ্রূতি ও মনের শক্তি সঞ্চয় করি বলে।  
প্রতিদিন মনের কোণে স্বপ্ন ও প্রত্যাশার
সোনালী আলোকবর্তিকা জ্বালাতাম  বলে।
ভোরের কোমল সতেজ বায়ু
আমাদের জানালার চারপাশে আনাগোনা করতো বলে।
দিনের প্রথম জেগে উঠা আলোক রশ্নি
আমাদের আঙ্গিনা আলোকিত করতো  বলে ।
তোমাদের মনে প্রচন্ড হিংসে হতো
আর সে কারণেই তোমরা হিংস্র হয়ে উঠলে
তোমাদের ভিতর প্রতিহিংসা দানা বেদে উঠলো।
তোমরা বলপ্রয়োগের মাধ্যমে
আমাদিগকে সূর্য্যালোক থেকে বঞ্চিত করতে চাইলে।
চাইলে;  আমরা যেনো অন্ধকারে বন্ধি হয়ে থাকি ।
আমাদের ঘরের পূর্বমুখী জানালাগুলোতে
তোমরা বড়ই নিষ্ঠুরভাবে আঘাত হানতে থাকলে।
আমাদের স্বপ্নের জানালা ছিল
আমদের নতুন স্বপ্ন আর বেচে থাকার অদম্য শক্তি ।
আমরা প্রতিদিন যে স্বপ্ন আর প্রতিশ্রূতিগুলোকে
মনের কোণে স্বযতনে জমাট বেধে রাখতাম।
তোমরা  স্তব্ধ করে দিবে; আমরা তা মেনে নিতে পারলামনা ।
আর তাই আমাদের বীর জওয়ানরা
প্রচন্ড প্রতিরোধে আকাশ জমিন কাঁপিয়ে ফুঁসে উঠলো।
তারা বন্ধ করে দিলো পশ্চিমের জানালাটি
পশ্চিমের জানালায় সূর্য্য ডুবার দৃশ্যই  শুধু দেখা যায়
যেখানে দিবালোক নিভে যায়, আসে অস্পৃস্য অন্ধকার।
আমাদের প্রত্যাশার পূর্বদিকের জানালাটি
সুর্য্য সৈনিকেরা  জীবন বাজী রেখে রক্ষা করেছে ।
সেই জানালাটির নতুন নাম সোনালী স্বপ্ন 
স্বাধীনতা ও অহংকারে বেছে থাকার দেশ  "বাংলাদেশ"
================================
ডিসেম্বর  ১৬ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment