Friday, December 12, 2014

"প্রিয়দর্শিনী বাংলাদেশ"

 "প্রিয়দর্শিনী বাংলাদেশ"
মিজানুর ভূঁইয়া
 
তুমি কি আমার সেই প্রিয়দর্শিনী বাংলাদেশ
প্রকৃতির অপরূপ মনোমুগ্ধতার বিশাল সমাবেশ ।
ফসলের মাঠে সবুজের দোল খেলানো আবেশ
ভোরের আকাশে উদিয়মান সূর্য্যের কোমল  পরশ।
কোকিল শ্যামা আর দোয়েলের কন্ঠে সুমধুর শীষ
সদ্যফোটা হরেক রকম ফুলের মিষ্টি-মধুর সুবাস।
কাঁশফুলে ঘেরা হাওড় কুলের শুভ্রতার নিবেশ
সবুজ শ্যামল মায়াময় উদার প্রকৃতির গড়া সুবেশ।
বর্ষণস্নাত ভিজে মাটির সোদা গন্ধমাখা আমেজ
ফুল আর ফসলে সোনার বাংলাকে করেছে  সতেজ।
কলসি কাঁকে কিষাণীর হেলেদুলে ঘাটে যাওয়া
মনমাঝির খালে বিলে গীত কন্ঠে  ডিঙ্গি বাওয়া। 
মন কেড়ে নেয়  পল্লীগীতি কিংবা ভাটিয়ালির সুর
রাখাল বালক বাঁশি বাজায় কি সুমধুর। 
গাছে গাছে ফুঁটে থাকা নানান রকম ফলের মুকুল
ভিজে বর্ষায় গাছের ডালে হলদে কদম ফুল ।
উঠোন কোণে গাছের সাখে টক মিষ্টি কুল
ঝুলে আছে গাছের ডালে যেনো কানের দুল ।
পুকুর পাড়ে গাছের মাথায় ঝুলে থাকা কচি ডাবের ঝাঁপি  
আবহমান বাংলার এক মনোরম ছবি ।
ঝিলের পাড়ে গাছের ডালে বসে মাছরাঙ্গা পাখি
গা জুড়ে তার বাহারি রং; দেখে জুড়ায় আঁখি।
ঘুরে ফিরে দেখলাম যতো সারা বিশ্বময়
প্রিয়দর্শিনী রূপসী বাংলা আমার; আর কিছুই তেমন নয়।
===========================
ডিসেম্বর  ১২, ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment