Tuesday, December 2, 2014

"অমাবস্যায় চন্দ্রগ্রাস"

"অমাবস্যায় চন্দ্রগ্রাস"

মিজানুর ভূঁ ইয়া
 
জন্মভূমি জননী আমার
তোমার কাছে আমার একগাদা ঋণ।
যে স্বপ্নে স্বাধীনতা এনেছি; তা আজ একান্তই মূল্যহীন।
যে আশায় লাল সূর্য্যকে দেখা; তা আজ  রংবিহীন
যে সবুজে সোনালী ফসল ফলাবে ; তা আজ বিলীন ।
যে চোখে আগামীর স্বপ্ন-আশা; হয়ে রয় তা দুরাশা
যে বুকে জ্বলাবার কথা আশার নিয়ন বাতি;
সে বুকে আজ বহন করছে  দুরারোগ্য সব ব্যাধি।
চারিদিকে আজ শুধুই দেখি দুষ্ট রাজনীতির খ্যাতি
ছারপোকার দখলে চলে যাচ্ছে  রাষ্ট্র ও রাজনীতি।
দেশপ্রেমের ছদ্ব নামে রাজনীতির অপসংস্কৃতি
দেশ ও মনুষের জন্য তাদের মিথ্যে প্রীতি।
দেশপ্রেম ও  মেধা চর্চা আজ নির্বাসনের পথে
মানুষ এখন জিম্মি শুধু জুলুমবাজদের হাতে।
গালভরা সব বড় বক্তৃতায় দেশপ্রেমী হওয়া যায়
মতলববাজীরা নিজের সব ফায়দা খুঁজে পায়।
আমজনতা এখন রাজনৈতিক ব্যবসার বড় পুঁজি
বৈতরণী পার হতে শুধু তাদেরকে খুঁজি।
পার হয়ে ক্ষমতার সাকো; এবার তোমারা ভাগো।
রাজনীতি ধাবিত আজ  অন্ধভক্তি আর তোশামদির দিকে
মেধাবৃত্তি আর উন্নয়ন পড়ে যাচ্ছে  একেবারে পিছে ।
দুষ্টচক্র মতলবিরা মারছে কষে চাবুক
জ্ঞানী গুনি মেধাবীরা হয়ে পড়ছে  রাজনীতি বিমুখ।
জিন্দাবাদের রাজনীতিতে হুমড়ি খেয়ে পড়ছে
নিরীহ মানুষ সব পায়ের চাপায় মরছে।
জিন্দাবাদির পিছন থেকে মানুষ যেদিন সরে আসবে
সেদিনই লাল সুর্য্যটি আবার পূব আকাশে হাঁসবে।
====================================
ডিসেম্বর  ০২, ২০১৪
 ভার্জিনিয়া, ইউ এস এ 

No comments:

Post a Comment