Tuesday, December 23, 2014

"বৃত্তচ্যূতি"

 "বৃত্তচ্যূতি"
মিজানুর ভূঁইয়া

 
গাড়ি বাড়ি  দামী কাপড়
আর কিছুটা অর্থকড়ি তোর সম্বল
এই নিয়েই হলো তোর মনের বল।

মিথ্যে অহংকারে মিলবেনা  কোনই ফল
যাবে চলে সব একদিন অথৈ তল।
ভুলে যাস সব মানবিক রীতিনীতি 
অতীতকে নিমিষেই করে দিস ইতি।
মনে কি হয়না তুই মানব জাতী
লালন করিস মনে পাশবিক রীতি।
মানুষ হলো স্রষ্টার মহান এক সৃষ্টি
মহৎ কর্মেই তার গড়ে উঠে কৃষ্টি।
মানুষ ভুল করে, মানুষেই তা সোধে
শয়তান সোধেনা ভুল, ফেটে পড়ে  ক্রোঁদে।
মনে রেখে এক্গাদা পাপের বোঝাঁ
কি হবে ফায়দা তোর ইশ্বরকে খোজা।
স্বর্গের চাবি মেলা নয় এতো সোজা
মানুষকে দিনরাত দিয়ে এতো ধোকা। 
মনের ভিতর লালন করে উইপোকার বাসা 
কি করে করিস তুই শান্তি সুখের আশা।
============================
ভার্জিনিয়া ইউ এস এ
ডিসেম্বর ২৩ ২০১৪

No comments:

Post a Comment