Wednesday, September 27, 2017

"মায়ের জাগায় বোন" 

"মায়ের জাগায় বোন"
মিজানুর ভূঁইয়া

বলবো কাকে আর মনের কথা
বোন হয়েও যে ছিল মাতা l
মাঝে মাঝে হতো সুখ দুঃখের কথা
ভুলিয়ে দিতো মনের সকল ব্যথা l
মায়ের মতোই করতো আদর
রাখতো মোদের নিজের বুকের ভিতর l
মা যখন চলে গেলেন মোদের ছেড়ে
সেই স্থানটি বড় বোন দিলেন পূরণ করে l
এখন আর তেমন কেইবা আছে
এমন আপন করে ডাকবে কাছে l
মাঝে মাঝে দুঃখ বেদনায় জীবন যখন কাতর
হাফিয়ে উঠি দগ্ধ প্রাণে কে বুঝবে তার কদর l
মা যখন হঠাৎ চলে গেলেন
দেশে যাওয়ার ইচ্ছাটুকু একেবারেই চাপিয়ে গেলাম l
বোনটি তখন হয়ে উঠলো একমাত্র ভরসা
মনের ভিতর খুঁজে পেলাম একটুখানি আশা l
মাঝে মাঝে দেশে যেতাম
এয়ারপোর্টেই তার সঙ্গ পেতাম l
অধীর অপেক্ষায় বসে থাকতো, ভাইয়ের আগমনে
এক নজরে দেখেই; এসে জড়িয়ে ধরতো খুশি মনে l
অনেক যত্নে নিতেন তুলে ঢাকায় নিজ আবাসনে
সারাক্ষণই আশপাশে ঘুরতেন খুশি মনে l
কোথায় নিবে, কি খাওয়াবে; সারাক্ষণই অস্থির
কাজেরলোকদের লাগিয়ে রাখতো করতে যত্ন খাতির l
বোনটিও যখন চলে গেলো অচিন পরপারে
দেশে যাওয়ার ইচ্ছেটুকু দিলেম ইতি করে l
মনের মাঝে হাজার কষ্ট শুধুই ঘুমড়ে মরে
বোনবিহীন জীবন এখন হতাশার সাগরে l
মা যখন থাকেনা জীবনে, বোনই তখন আপন
এমনতর আপন মানুষ মিলেনা আর ত্রিভুবন l
মায়ের জাগায় বোন কে আছে এমন
দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে হয় এতো আপন ll
***************************************
২৭ সেপ্টেম্বর ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment