Wednesday, September 6, 2017

**আমি নয়; এসো আমরা হই**


**আমি নয়; এসো আমরা হই**
মিজানুর ভূঁইয়া 


সুন্দর তব অন্তরখানি 
রাখো যতনে 
মানব সেবার মননে l
মানুষ যখন অসহায় 
মাগে সহমর্মীতা তোমার 
তখনও কেন তুমি দূরে l

জাগেনা কেন মমতা মনে 
তোমার মতো তাহারও জীবন 
সম সৃষ্টি রহস্যে গাঁথা l 
জন্ম মৃত্যু সবারই 
একই সূত্রে বাঁধা l

ইহজগতে তুমি রাখো যাকে 
পশ্চাৎ ফেলে 
সমাজ বিভাজন প্রাচীর গড়ে তুলে l
মানুষে মানুষে ব্যবধান করে 
পরকালে সে প্রাচীর 
কেমনে নিবে তুমি সঙ্গে করে l 

মানুষ হয়ে মানুষের 
দুঃখ কষ্টের হয়ে যাও আজ সাথী 
শান্তির অনন্ত ধারা 
বহিবে তোমার হৃদয় জুড়ে l
ইহকাল আর পরকালে 
দেখিবে শুধুই আলোক জ্যোতি 

আমার আর আমিতে অহমিকাবোধ 
মাঝখানে আনে ব্যবধান l
আমরা আর আমাদের 
যেখানে একসাথে মিলেমিশে
সবাই সমান l 
****************************
০৬ সেপ্টেম্বর ২০১৭ 
ভার্জিনিয়া ইউ এস এ 


No comments:

Post a Comment