Saturday, September 2, 2017

জটিল গান-২ 

জটিল গান-২

অসুস্থতাকে ধরে রেখে
সুস্থতার ভান করে
শুধুই কুইনান খেয়ে খেয়ে জীবন সারা ll
জীবনের মানে কি
শুধুই দুরন্তপনার কাছে আপোষ করা
বেপরোয়া খেয়ালীর পিছন ছুটা l

এভাবেই কি অগ্নিতপ্ততায় নিজেকে পুড়ে ফেলা
ছায়ার পিছন ছুটে
দৌড়ে দৌড়ে নিজেকে ক্লান্ত করা ll
রাত কেটে দিন হয়
দিন গিয়ে হয় রাত
মনের সাথে মনের দূরত্ব
যেন মাঝখানে শুভঙ্করের ফাঁকি l

এভাবেই যদি জীবন কাটে
ঘুর্ণিপাকেই শুধু ঘুরতে থাকে
জীবন আর কখন খুঁজে পাবে
জীবনের আসল ঠিকানা ll
জীবন এভাবে চালিয়ে যাওয়ার
কোনো মানে হয়না l

মিজানুর ভূঁইয়া

No comments:

Post a Comment