Thursday, September 14, 2017

আগামী

"আগামী"
মিজানুর ভূঁইয়া

এক ঝাঁক তরুণ তরুণী বাংলাদেশ বুঝে যারা
হৃদয়ে লালিত স্বপ্ন, স্বদেশ মগ্নতায় নিবেদিতপ্রাণ l
নিজ দেশীয় সংস্কৃতি আর বাঙ্গালীয়ানায় ব্রত
মানুষের দুঃখ কষ্ট গুচাতে যারা করেছে পণ শত শত l
আপন রক্তে বইছে উচ্ছলতা চোখে নিয়ে অনেক স্বপ্ন
এই দূর প্রবাসেও এগিয়ে যাচ্ছে প্রচন্ড উদ্যমে,
স্বপ্ন শুধুই পথকলিদের শিক্ষার আলোয়
জীবনের সকল আঁধারকে করে দেওয়া দূর l
একরাশ দৃঢ় বিশ্বাস বুকে নিয়ে অদম্য আশা;
তাতেই স্বাধীনতার সকল স্বপ্ন হয়ে উঠবে সুমধুর l
বিপত্তি আজ সেখানেই; এই প্রাণখোলা আহ্বান
পৌছেনা কবু অগ্রজদের কর্ণকূহরে l
জাগেনা মনে এতোটুকু মায়া কিংবা কোনো দায়বোধ  শুধুই শস্তা আবেগের পিছনে ছুটছি সবাই l
স্বাধীনতার সকল ত্যাগ আর আশা
এক সাগর রক্ত, তবুও কেন আজও পথকলি
এখানে সেখানে স্কুলবিমুখ শিশু; ক্ষুদার অন্ন জোগাতে আজও শ্রমবাজারের খদ্দের l
আমরা কতিপয় আয়েশের সমোজদারীতে
বিবেকের সকল তালাবন্ধ l
নতুন প্রজন্ম আজ জেগে উঠেছে নতুন সূর্য উঠাতে
আমরা তখনও দিব্যি বসে আয়েশি চিন্তায় অন্ধ ll

২২ জুলাই ২০১৭
ভির্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment