Thursday, August 10, 2017

"সরল জীবন ও আনন্দ" 

"সরল জীবন ও আনন্দ"
মিজানুর ভূঁইয়া

প্রাণখোলা আনন্দ এখনো অকৃপণ যেখানে
উন্মুক্ত উদার বাতাস নদী এবং গ্রাম।
উদার আকাশ যেখানে খুলে রেখেছে
মুক্ত আলো এবং বায়ু
সেখানেইতো সত্যিকার জীবনবোধ
আলিঙ্গন করে প্রাণখোলা ভালোবাসার আহ্বানে ।
সরল মনের শর্তহীন মিতালী পরেনা খোলস
জীবনের আসল অর্থ যেখানে স্বচ্ছ হৃদয়ে বসবাস।
লেনদেন শুধুই ভালোবাসার বিনিময়
আর প্রকৃতি সেবন করেই জীবন ।
সেখানেই নিহিত মানবিক মূল্যবোধ
সেখানেই জীবনের প্রকৃত আশ্বাস।
উদার বক্ষ ফুলিয়ে নেয়া যায় স্বস্তির নিঃশ্বাস
আনন্দ ভেসে বেড়ায় কোমল বাতাসে।
নদীর শান্ত ঢেউ নীল আকাশের আবছায়ায়
আনন্দতরী ভেসে বেড়ায় কৌতূহলী মনে
জীবনের আসল সুখ একই বৃন্তে দুজনে।
যেখানে সরল প্রকৃতি অবলীলায় নিরজনে
বাঁধে বিশ্বাস ও বন্ধন প্রাণে প্রাণে ।
*******************************
০৯ অগাস্ট ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ


   

No comments:

Post a Comment