Friday, July 21, 2017

  "হৃদয়ের তুমি কুমিল্লা"



   "হৃদয়ের তুমি কুমিল্লা"
মিজানুর ভূঁইয়া


পারিনা ভুলিতে তোমায় কুমিল্লা
যেখানে গড়েছে তিলে তিলে
রক্তে মাংসে গড়া এই দেহখানা।
দিয়েছো একটি সরল সতেজ প্রাণ
আবেগ আর ভালোবাসার মায়া
প্রথিত যে ভূমিতে; লালিত এই জীবন
তারই শ্যামল ছায়ায় কেমনে পারি তাহা ভুলিতে।
শৈশব আজও পিছু ডাকে;
সেই স্মৃতি মনে আজও ক্রন্দন জাগে
মনের অজান্তে ভেসে যায় দুনয়ন অশ্রু বারিতে।
হৃদয় শুকিয়ে হয় তৃষ্ণার জলবিহীন
চৈত্রের তাপদাহে চৌচির ফেটে যাওয়া ভূমি।
প্রাণের ছোঁয়া যে মাটিতে মিশে আছে
অনেক যত্নে করেছিল আমায় লালন।
পাড়া ঘুরে বেড়ানো সেই উদ্যম কিশোর বেলা
দুপুর গড়িয়ে সন্ধে; তবুও বন্ধু সঙ্গতায় ব্যস্ত সময়।
জীবনের এই মধ্যে বেলায়;
পৃথিবীর এই প্রান্ত থেকে ঐ প্রান্ত কেটেছে অনেক সময়।
তবুও সেই শ্যামল মায়া ডাকে হাত ছানি দিয়ে
ফিরে যেতে মন চায় সেই প্রীতিভরা আঙ্গিনায়
মিশে যেতে ইচ্ছে হয় সেই শান্ত ভূমিতে একেবারে।
যেখানে গড়ে উঠেছিল এই দেহ মন
পিতৃ মাতৃ ভূমি বিসর্জিত এই আমি।
প্রাণ মন শুধুই ধেয়ে ধেয়ে যায় ছুটে
জীবনের সব ঋণ করে দিতে পরিশোধ।
তারই মাঝে; যে মাটিতে মিশে গেছে
জন্মদাতা আর জন্মদাত্রীর সরল দুটি প্রাণ।
কেমনে ভুলি তোমায় কুমিল্লা;
তুমি এই অন্তরে শৈশবে করে নিলে স্থান
আজও তোমার মায়াভরা স্মৃতি চির অম্লান।
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

২১ জুলাই ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ

   

No comments:

Post a Comment