Tuesday, July 4, 2017

"মানুষরূপী কঙ্কাল"

"মানুষরূপী কঙ্কাল"
মিজানুর ভূঁইয়া

নিন্দুকেরা জ্বলে পুড়ে মরে
অন্তর সদাই চিতার আগুনে দাহে।
চিত্তে কেবলি অশান্তি রহে
পর শান্তি খ্যাতি জোশে
বিদ্বেষ আর ক্রোধে ফেটে পড়ে রোষে।
অন্তরে তাহার শান্তি করেনা বসবাস
তাই অপরের কুৎসা রটনায় করে শুধু ফুসফাস।
সুন্দর সৃষ্টিকে দেখে অসুন্দরের চোখে
ঈর্ষা যন্ত্রনায় তাই সদা নিজে ভোগে।
অসুস্থ্য চিন্তায় শুধুই ধ্বংস লীলা খোঁজে
শান্তির মনমন্দিরে তাই শুধুই ঢিল ছোড়ে।
প্রীতিময় সুপম্পর্কের বন্দন যেখানেই দেখে
কৌশলে সেখানে ঘৃণার অগ্নি মাখে।
হীনমন্যতা অসুস্থ্য চিন্তা মনে যারা পোষে
শান্তির স্বর্গে অশান্তির খেলায় ফেটে পড়ে ত্রাসে।
এরা মানুষ নয়; হৃদয়হীন নিস্প্রান কঙ্কাল
ভূত পেত্নী আর মানবরুপী জঞ্জাল।
*********************************
০৪ জুলাই ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment