Thursday, February 9, 2017

"পাথুরে হৃদয়"

"পাথুরে হৃদয়"
মিজানুর ভূঁইয়া

যুগে যুগে ক্ষত বিক্ষত আর রক্তাক্ত হয়েছে
কঠিন পাথরের আঘাতে, কতো সহস্র্র কোমল হৃদয়।
পায়নি ছোয়া এতোটুকু, প্রানপরশমাখা অনুভূতি
পেয়েছে শুধুই তাচ্ছিল্য আর হৃদয় পোড়ানো জ্বালা।
পাথর বাঁধা যে বুকে রয় তাহা সদাই নির্মম নিষ্প্রাণ
রক্ত মাংশ গড়া হৃদয়ে আঘাত ছাড়া কি করিবে দান।
ভালবাসার প্রাণরসে ভিজেনা যে পাথর
বুঝেনা সে হৃদয় স্পন্দন কোমল সুখানুভূতির
কদর।
অনুভূতির শিকড় গজায়না যে বৃক্ষে
মাটির সাথে সম্পর্ক তার একেবারেই ক্ষীণ।
ইট পাথরে গড়া প্রাসাদ অট্রালিকা
কারুকার্যতায় ভরা; নেই কোনো প্রাণ।
যুগ যুগ ধরে তারই মাঝে বাস করেও
হয়না কেউ কারো আপন।
দেয়ালের মাঝে হেঁয়ালি শুধুই
অকারণেই বাড়ায় বিভাজন।
বুঝেনা কখনোই অনুভিতির দেয়াল ভেঙে
আপন ভেবে কাছে আসা কতো প্রয়োজন l
পাথরে গড়া দেহখানা পাথরেই চাপা থাকে বক্ষ
এতো কাছাকাছি থেকেও রয়ে যায় আজীবন প্রতিপক্ষ। """"""""""""""""""""""""""""""""""""""""""""""""
০৯ ফেব্রুয়ারী ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ
 

No comments:

Post a Comment