Monday, February 20, 2017

"সর্বেসর্বা তোমায় বলছি"

"সর্বেসর্বা তোমায় বলছি"
মিজানুর ভূঁইয়া



ঈশ্বর তুমি বড়ই কঠিন হয়ে যাও
সদয় ও নির্মম কখনো কখনো।
কষ্ট বেদনায় বিদগ্ধ করো
নিষ্পাপ কোমল হৃদয় যন্তনায় ভরো।
তোমার হাতেই শান্তির অমিয় ধারা বহে
আবার মৃত্যু যন্তনার তীর একই হাতে ধরো।
তুমি পাঠিয়েছো যে শিশু নিষ্পাপ করে
একই হৃদয়ে কেমনে পাপ পঙ্কিলতায় ধরে।
তোমার হুকুম ছাড়া একটি ধূলিও নড়েনা
তবে তোমার সৃষ্টিকে পাপ হতে কেনো দূরে রাখোনা।
তুমিই পালক, তুমিই রক্ষক
তবে শিষ্টজনে কেন অকারণে পায় বেদনা।
তোমার রহস্য তোমার হাতে
এ কেমন তোমার বিচার আমরা তাহা বুঝিনা।
তুমি পরলোকে স্বর্গ দেখিয়ে
ইহলোকে খেলছো আলো আর আঁধারির খেলা।
যে মানুষ তোমার নিজের সৃষ্টি
সে মানুষকে ভাষাও নির্দয় করুণ কষ্টের ভেলায়।
যে শিশু তোমার নিজ হাতে গড়া
পরলোকে তাকে পাপী বানিয়ে কেমনে পরাবে হাতকড়া।
তুমি সর্বেসর্বা সকল কাজের কাজী
মানুষ আমরা কেমনে তোমার সৃষ্টির রহস্য বুঝি।
সেকারণেই এই অসহায় মানুষ
দিনরাত্রি আরাধনা করে তোমার করুণা খুঁজি।
যে মানুষ খোঁজে তোমায় দিনরাত্রি নিয়ে মনে কষ্ট
তোমার দেখা না পেয়ে অবশেষে হয়ে যায় পথভ্রষ্ট।
তুমি ভ্রান্তজনে পূর্ণ করো মনের আশা
আবার সৎজনেরে  ডুবাও গভীর হতাশায়। 
তুমি অদৃশ্যলোকে বসে আপন খেয়ালে
উড়াও আকাশে রংবেরঙের ঘুড়ি।
তুমি সর্বেসর্বা সকল কাজের কাজী
তোমার নাই কোনো জুড়ি।
***********************
২০ ফেব্রুয়ারী ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ
   

No comments:

Post a Comment