Monday, February 13, 2017

" বসন্ত বনে ও মনে "



"বসন্ত বনে ও মনে "
মিজানুর ভূঁইয়া


বসন্ত এসেছে আর কেউ না জানুক,
জানে পাখি, জানে ফুলকলিরা।
জানে বৃক্ষশোভিত সবুজ কচি পাতারা
জানে প্রকৃতি; সাজিয়ে দিয়ে যায় চারিদিকে
অপরূপ এক মনোমুগ্দকর দৃশ্যমানতায়।
ফুলে ফলে পত্রে ভরে উঠে বন-বাদারী আর আঙ্গিনা।
জানে তৃষিত হৃদয়ের কাঙ্খিত স্বপ্ন ভরা দুটি আঁখি
যৌবনের পরশ ছুঁইয়ে যাওয়া কিশোর কিশোরী মন।
যেনো প্রস্ফুটিত ফুলের মতো ফুটে উঠা
সুসৌরোভিত রঙ্গিন তরতাজা একগুচ্ছ পাপড়ি।
জানে দখিনা বাতাস; এলোমেলো দোলায়
দুলিয়ে যায় বৃক্ষলতা আলিঙ্গনে মধুময় মিলন সমারোহে।
জাগে প্রাণে পুলকিত কামনা; উঁকি দিয়ে যায় মনের কোণে
স্বপ্নেরা বাসা বাঁধে নুতন চেতনার উন্মেষে।
বসন্ত বাতাসে জাগায় শিহরণ দেহে মনে
প্রস্ফুটিত ফুলের মতোই সাজে মন নতুন রূপে।
কাছে টানে আলিঙ্গন প্রত্যাশায় ভরে দিতে তৃষ্ঞার জলে
সৌরভমাখা চুম্বনে; বসন্ত মন পুলকিত হয়ে নেচে উঠে
ভরা যৌবন হরষে মহামিলনের মহাউৎসবে।
জেগে উঠে প্রাণে প্রাণে বসন্ত সৌরভ
অপরূপ মুগ্দতায় ফুলে ফুলে হয় মহা আলিঙ্গন।

ফেব্রুয়ারী ১২ ২০১৭
ভার্জিনিয়া ইউএ এস এ

No comments:

Post a Comment