Wednesday, November 2, 2016

"মা ও চাঁদমুখ"

এসেছ আবার প্রাণঘাতী  নভেম্বর, যে মাসে আমাদের  প্রানপ্রিয়
মা'কে হারিয়েছি ।


আমাদের মায়ের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে তার স্বরণেঃ- 


"মা ও চাঁদমুখ"
মিজানুর ভূঁইয়া 


সন্ধ্যে হলে তাকাই যখন ঐ পূর্ণিমার চাঁদটির দিকে 
অমনি আমি দেখি মাগো; তোমার আলো ঝলমল মুখচ্ছবি।
তুমি থাকো আলো হয়ে আমার নয়ন পানে
যতক্ষণ ঐ চাঁদ রয় আকাশেতে;
তুমি জ্বলে উঠো আলো হয়ে আমার  হৃদয় গগনে।   
চাঁদটি যখন ডুবে যায়, তুমিও যাও চলে;
হৃদয় আমার কেঁদে উঠে যাওনা তুমি বলে।
হাসতে তুমি চাঁদের মতো; তাই চাঁদে তোমার বাস
চাঁদের দিকে তাকিয়ে পাই একটু আশ্বাস।
ভালবাসায় ভরা  ছিল তোমার হৃদয়খানি
সুখে দুঃখে তোমার মায়া দিতো হাতছানি ।
ঝিনুক যেমন আগলে রাখে দেহখানা শক্ত আবরণে
তেমনি তুমি রাখতে মোদের ঢেকে স্নেহাচ্ছাদনে।
ভালোলাগে জেনে মোদের; চাঁদ হয়ে আছো চাঁদের দেশে
তুমি দুনিয়াময় ছড়াও মুক্তার আলো প্রানখুলে হেঁসে ।। 
********************************
০২ নভেম্বর ২০১৬
ঢাকা, বাংলাদেশ

No comments:

Post a Comment