Tuesday, November 22, 2016

"বিদায় প্রবীর দা"


" বিদায় প্রবীর দা"
মিজানুর ভূঁইয়া


চলেতো যাবেই
একদিন সবাইকেই চলে যেতে হবে। 
তবে এটা ভাবিনী তুমি
সবাইকে ছেড়ে এতো জলদি চলে যাবে। 
তোমার সাথে আমার শেষ দেখা
হয়েছিল নীলাচল দুর্গোউৎসবের অনুষ্ঠানে। 
অনেক আলাপচারিতা হলো
তুমি সেদিন একটু আগে আগেই বাড়ি চলে গেলে। 
আমি দুই সপ্তাহের ছুটিতে
বাংলাদেশে স্বজনদের সাথে দেখা করতে গিয়েছিলাম।  
এমনি একটি সময় হঠাৎ করে
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেখলাম 
তুমি অসুস্থ্য হয়ে হাসপাতালের বিছানা নিয়েছো। 
একটু অবাকই হলাম এবং কষ্ট পেলাম খবরটা শুনে।
আজ তোমার এই অকস্মাৎ চলে যাওয়া
আমার কাছে মনে হয় উড়ন্ত এক শান্তির পায়রার
একটি সাদা পালক তার দেহ থেকে খসে পড়লো এই ভূমিতে ।
যখন কোনো সামাজিক সাংস্কৃতিক এবং জাতীয়
অনুষ্ঠানাদিতে যাওয়ার প্রস্তুতি নিতাম
তখন মনে মনে কিছু প্রিয় মুখের সাথে সাক্ষাতের
সম্ভবনা ও প্রত্যাশা আমাকে খুবই পুলকিত করে তুলতো। 
প্রবীর দা তুমিও সেই প্রিয়জনের অন্যতম ছিলে। 
তোমার মনে সামাজিক ও রাজনৈতিক
ব্যাবিচারগুলো সব সময়ই খুবই পীড়া দিতো। 
আর যখনই তোমার সাথে দেখা হতো
তুমি অত্যান্ত মনোবেদনায় সেই কথাগুলোই অনর্গল বলে যেতে। 
যেদিন স্বস্ত্রীক তোমাকে হাসপাতালে দেখতে গেলাম
পলকহীন দৃষ্টিতে শুধুই দেখলাম, কৃতিম যন্ত্রের মাধ্যমে
তোমার শ্বাস প্রশ্বাসের অস্বাভাবিক উঠানামা। 
সত্যিই সেদিন সৃষ্টিকর্তাকে অনেক ব্যাবিচারীই মনে হয়েছে। 
যে মানুষটির সারা দেহ মন জুড়ে মানুষের জন্য মঙ্গল কামনায় ন্যস্ত
আর তাকে এতো চরম কষ্ট পেতে হচ্ছে 
আসলে একেই হয়তো বলে বিধিবাম। 
কিছু কিছু সচেতন মানুষের চোখে
সব সময়ই সমাজ ও রাষ্ট্রের ব্যাবিচার ও অনিয়মগুলো ধরা পড়ে। 
আর সেই মানুষগুলো সেই সকল অনিয়মগুলোকে
নিজের বিবেকবোধের কারণে কখনোই মেনে নিতে পারেননা। 
প্রবীর দা; তুমিও ছিলে ঠিক তাই। 
সমাজের সে সব ব্যাধি সমাজেই আজীবন রয়ে যায়
আর বুকে অজস্র্র কষ্ট নিয়ে সেই ভালমানুষগুলোই পৃথিবী থেকে চলে যায়। 
অর্থ বিত্ত দিয়ে দুনিয়ায় ক্ষনিকের বিলাস কামানো যায়
মানুষের মঙ্গল কামনায় যে মন নিবেদিত 
সেই মন ও মানুষটি চিরকালই পৃথিবীতে অবিনশ্বর রয়ে যায়।
তুমি রবে চিরদিন হৃদয়ে সবার; হয়ে এক অনির্বান শিখা
তুমি ছিলে একজন অঙ্কন এবং অলংকরণ শিল্লী
সুন্দর সৃষ্টির কল্পলোকে ছিল তোমার মনোজগৎ। 
তোমার অপূর্ব শিল্প সৃষ্টির কারুকার্যতার  ছোঁয়া
রেখে গেছো তোমার প্রিয় সব মানুষের অন্তরজমিতে। 
এই মানুষগুলো আর এই পৃথিবী যতদিন থাকবে
তোমার অমর কৃর্তি ও সুন্দরতম সৃষ্টিগুলো
ততদিনই বয়ে বেড়াবে সবার অন্তরে অন্তরে। ।
------------------------------------------------------------
ভার্জিনিয়া ইউ এস এ
২২শে নভেম্বর ২০১৬  

No comments:

Post a Comment