Thursday, November 24, 2016

"অমনিয়া ও শান্তির মশাল"

"অমনিয়া ও শান্তির মশাল"
মিজানুর ভূঁইয়া

উত্তপ্ত অশান্ত সিরিয়া জ্বলছে ধাউ ধাউ
সংকিত জীবন প্রতিদিনই মৃত্যু ধ্বংসযজ্ঞ।
জীবন সেখানে আঁধারে ঢেকে দিয়েছে
বেঁচে থাকার আশা শুধু মৃত্যু কূপে নিপতিত।
নারী শিশু বৃদ্ধ মানবিক মূল্যবোধ আজ ঘাতকের কোপানলে
স্বগোত্রে বর্বররিয় যুদ্ধ এ কোন তান্ডবীয় লীলা।
সভ্যতার সূর্যালোক লজ্জায় ডুবে গেছে
শান্তির আশা কালো অন্ধকারে পড়ে গেছে ঢাকা।
মানবিকতাবোধ পিচাশের অট্রহাসি আজ
প্রতিদিন অজস্র্র ধ্বংস আর মৃত্যুতে আনন্দ সেখানে।
তারই মাঝে শান্তির অগ্রদূত বিনিদ্রিত দিনরাত
ক্ষুদ্র প্রচেষ্টায় ঘৃণিত যুদ্ধের বিপক্ষে শান্তির মশাল হাতে।
বিপন্ন নিধনযজ্ঞে একটু আশার বাতি জ্বালাবার শেষ ইচ্ছে
পৈচাশিক বর্বরতায় সভ্যতার আলো যখন নিভু নিভু এই প্রান্তে
অমনিয়া জেগে উঠেছে; হাতে তার শান্তির আলোক  মশাল।
পেশায় হিসাব রক্ষক হয়েও গায়ে তুলে নিয়েছে  সেবিকার শুভ্র গাউইন।
মনে তার অধম্য সাহস দিনরাত খেটে চলেছে
যুদ্ধাহত ক্ষতবিক্ষত দেহগুলোকে প্রাণ ফিরিয়ে দেয়ার প্রচেষ্টা।
প্রতিনিয়ত নিজ জীবন যখন মৃত্যু শঙ্কায় সংকিত
ভীত নয়; তবু আশার প্রদীপ জ্বালিয়ে পথ চলা।
জীবনতো শুধু একটাই সুযোগও একবার
তবে কেন পিছু হটা; হয় মৃত্যু, নয় শান্তির পথে চলা। ।
_________________________________

২৪ নভেম্বর ২০১৬
ভার্জিনিয়া ইউ এস
   

No comments:

Post a Comment