Thursday, June 30, 2016

"আলোকিত হৃদয়ের ঠিকানা"


"আলোকিত হৃদয়ের ঠিকানা"
মিজানুর ভূঁইয়া 


আকাশ ভরা চাঁদের জ্যোস্নায়
মন হারিয়ে যায় আজ সেই দূর সীমানায়।
যেখানে সব আলোরা এসে গিয়েছে মিলে
প্রাণের উচ্ছাসে পুলকিত, আলোকিত হয় হৃদয়খানা।
কোনো এক অজানা দুটো হাত এসে
মিলে যাবে কি আজ এই হাত দুটির সাথে।
জ্যোস্না বিছানো আলোকিত এই প্রান্তরে
চলবে কি সে সারা পথ, এই হাত দুটো ধরে।
কোনো এক সমুদ্র সৈকতে অশান্ত ঢেউগুলো
যেভাবে ধেয়ে এসে মিলে যায় তীরে, শান্ত স্থিবির হয়ে।
জীবনের সকল বেদনাময় দীর্ঘ-শ্বাসগুলো
মিলিবে কি একইভাবে; কোনো এক আলোকিত হৃদয়পটে।
নদীও ছুটে চলে বিরামহীন আঁকাবাঁকা পথ ধরে
দুর্গম পথরেখা পেরিয়ে মিলে যায় সীমাহীন সাগরে।
জীবনের সকল সংকট মুক্তির অভিপ্রায়ে
খুঁজে পাবে কি জীবন; কোন এক আলোকিত হৃদয়ের ঠিকানা।
যেখানে অন্ধকার ঘুছিয়ে, জ্যোস্নার আলো উঠে ফুঁটে 
জীবন এক অনাবিল আনন্দ উচ্ছাসে মেতে উঠে।।
===========================
30 জুন 2016
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment