Thursday, June 16, 2016

"বৃষ্টি নস্টালজিয়া"

 "বৃষ্টি নস্টালজিয়া"
মিজানুর ভূঁইয়া


হুড়মুড়িয়ে সূর তুলে ঐ যখন পড়ে বৃষ্টি
বাহির পানে চলে যায় মোর দৃষ্টি।
এক পলকে তাকিয়ে থাকি লাগে বড়ই মিষ্টি
মনের ভেতর আসে তখন অনেক রকম সৃষ্টি।
বৃষ্টি যেনো কানের কাছে ফিসফিসিয়ে বলে
লাগে ভালো এমনিতর অভিসারে গেলে।
বাহির থেকে বৃষ্টি যেনো ডেকে আমায় বলে
জলদি করে এসো এবার ভিজো আমার জলে।
ভালবাসার সাবান তোমায় মেখে দিবো গায়ে
আদর করে তোমায় আমি ধরবো জড়িয়ে।
আমার জলে ভিজিয়ে নেবো তোমায় পলে পলে 
ভাসিয়ে দেবো তোমায় আমার সুধাভরা জলে।
বৃষ্টির দিনে মন হয়ে যায় বড়ই উচাটন
জানিনা; কি জানি কি চায় এই অবুঝ মন।
=====================
ভার্জিনিয়া ইউ এস এ
১৬ই জুন ২০১৬  

No comments:

Post a Comment