Wednesday, June 22, 2016

"নষ্টতায় ভ্রষ্ট পাতাল ভূমি"

"নষ্টতায় ভ্রষ্ট পাতাল ভূমি"
মিজানুর ভূঁইয়া


মিলাতে চাই এই বুক ঐ বিশাল আকাশের সাথে
পাতালে মানব কীর্তন করে দানবের বেশে।
মিত্রতা এখন হবে ঐ উদার শুভ্র-নীল আকাশের সনে
এবার বড়ই কঠিন পণ করেছি এই মনে।
বাহিরে যতো সব মানবীয় আবরণ পরে
ভিতরের মানবীয় সকল গুনাগুন দিয়েছে ছিন্ন করে।
এ শুধুই আপন স্বার্থ মত্বের যতো সব ছলাকলা
ভিতরে সব কারসাজি মুখে শুধু হরি নাম বলা।
ভগবান পরে ভন্ড তপস্বী করে দিনরাত তপস্যা
মানবের সাথে দানবীয় আচরণ, বড়ই কঠিন সমস্যা।
নিজে নিজে ভাবে শুধু আল্লাহ কিংবা হরি নামেই মিলে স্বর্গ
দিন রাত হানাহানি, বিদ্বেষ, করে মানুষে মানুষে মিথ্যে সব তর্ক।
ভাল গুন আছে যতো ঢেকে দেয় কুৎসিত কালোতে
আলো ছেড়ে জীবন বেছে নেয় অন্ধকার গলিতে।
পাতাল জীবন হয়ে গেছে কঠিন মমত্বহীনতা
তাই ঐ উদার আকাশটির সাথেই হউক চির মিত্রতা।।
=========================
২২ জুনে 2016
ভার্জিনিয়া, ইউ এস এ


No comments:

Post a Comment