Saturday, May 28, 2016

"কবিতাও হতে পারে আপনজন"

"কবিতাও হতে পারে আপনজন"
মিজানুর ভূঁইয়া


অনামিকা তুমি কি কবিতা শুনবে
তুমি কি কবিতা  ভালবাসো !
শুধু একবার একান্ত নিবিষ্টতায় ও ধ্যানমগ্নতায়
একটি ভাল কবিতা শুনে দেখো;
দেখবে কবিতার প্রতিটি শব্দ,  চরণ এবং এর ব্যান্জনা
তোমার হৃদয়ে এবং দেহের প্রতিটি শিরা উপশিরায় 
এক অপূর্ব মর্ম স্পর্স এবং সুখানুভুতি জাগিয়ে তুলবে। 
কবিতা ভালবাসলে
তুমি বাতাসে ভেসে বেড়াবে; হয়ে যাবে নীল প্রজাপতি।  
কবিতা ভালবাসলে
কবিতা হয়ে যায় প্রেমিক প্রেমিকার মতো
হৃদয়ের খুব কাছাকাছি করে নেয় ঠাঁই।
কবিতাকে ভালবেসে বিশ্বাস করা যায়
কবিতা কখনো প্রতারক প্রেমিক প্রেমিকার মতো নয়।
কবিতা ভালবাসলে;
মনের ভিতর অনন্ত সুখের ঝরনা ধারা বয়ে যায়
মুছে দেয় সকল ভ্রান্তি ও ক্লান্তি অনিমেষে,
মন হয়ে যায় ঝরনার জলের মত স্বচ্ছ  এবং গতিশীল।
কবিতা বাড়িয়ে দেয় জীবনী শক্তি, বেচে থাকার আশা  
কবিতায় কর্কষতা কিংবা নিষ্ঠুরতার স্থান নেই
কবিতা কোমল, স্নিগ্ধ ফুলের পাপড়ির মতোই সতেজ।
কবিতা রাতের নিঃসঙ্গতায়
হয়ে যায় একান্ত সাথী, জড়িয়ে ধরে খুব কাছাকাছি 
কানে কানে ফিসফিসিয়ে কথা বলে রাতভর।
কবিতা ভালোবাসলে
কবিতা হয়ে যায় স্বপ্নের রাজকুমার কিংবা রাজকুমারী
জীবনের সকল অপ্রাপ্তিগুলোকে ভুলিয়ে দেয়।
খুশির ফোয়ারা হয়ে টগবগিয়ে ছুটে চলে
তেজি ঘোরার পিঠে স্বর্গীয় সুখ সাজানো কাননে ।
কবিতা মনের প্রশান্তি ও প্রসস্ততা বাড়ায়
কবিতা দূর করে সকল সংকীর্ণতা ও জরাজীর্ণতা।
কবিতা কখনো অন্যায় এবং অসুন্দরের সাথে আপোষ করেনা
কবিতা মুক্তির কথা বলে,  শান্তি ও আলোর পথ দেখায় ।
কবিতাকে ভালবাসলে
কবিতা হয়ে যায়  অতি আপনজন, হয়ে যায় বন্ধু
হয়ে যায় বিশ্বস্ত একজোড়া প্রেমীক প্রেমিকা ।
==========================
২৮ মে ২০১৬
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment