Friday, May 6, 2016

আগে সৎ কর্ম-তার পর ধর্ম


আগে সৎ কর্ম-তার পর ধর্ম "
মিজানুর ভূঁইয়া 


মানব বিধানে আছে আগে  হও মানুষ
তার পর ধর ধর্মকর্ম।
ধর্মের ঢোল বাজিয়ে সারাদিন
ধর্মকে বানিয়না নিস্বার্থের বর্ম।
হীনস্বার্থে ধর্মের খোলস
ধর্মকে করে কলুষ। 
ধর্মকর্ম করার আগে নিজে হও
একজন খাঁটি মানুষ। 
ধর্মকে বানাও স্বার্থের ঝুলি
মুখে শুধু বড় বড় বুলি। 
নিজ মনে রেখে অন্ধকার গলি
মানুষকে বানাও ধর্মের বলী। 
ধর্মকে বলো করিতে তোমার পাপ মোচন
দিনরাত করে অন্যের কুৎসা কীর্তণ। 
নিজের চেহারা না দেখে আয়নায়
অন্যের পাপ ওজন করো পাল্লায়। 
ধর্ম মুছিবে তোমার পাপ
সে কথা কখনো বলেনি মহান আল্লাহ। 
বিশ্বাস হানি করে লুটেপুটে খাবে
ধর্ম বাচাবে তোমায় তাহা ভাবো কিভাবে। 
দিনরাত কুটিলতা করে অপকর্ম
কি করে বাচাবে তোমায় পবিত্র এই ধর্ম।
না করে আসল মানবীয় কর্ম
কি হবে দিনরাত করে উপাসনা ধর্ম।   
মনে পুষে কপটতা, নয় কোনো ধর্ম
ধর্মের আগে কর সৎ কর্ম। 

================
৬ই মে ২০১৬
ভার্জিনিয়া ইউ এস এ

   

No comments:

Post a Comment