Saturday, April 23, 2016

"তুমি কি সেই তুমি"


 "তুমি কি সেই তুমি"
মিজানুর ভূঁইয়া


তোমাকে দেখার আনন্দে
মন পুলকিত হয়ে উঠে ক্ষণে ক্ষণে।
মুহুর্তেই কতো রঙিন স্বপ্নকথা
জেগে উঠে এই মনে ।
জোঁনাকিরা উড়ে যায় পাখা মেলে
মিটি মিটি আলো জ্বেলে।
হৃদয় আকাশটুকু ভরে উঠে আলোয়
তোমার দু'নয়নের সাড়া পেলে। 
হৃদয় চৌকোঠায় ভালবাসার অমৃত সুধায়
হয়ে উঠে প্রাণ রসময়।
ভালবাসার বিরামহীন বর্ষণ ধারায়
জীবন হয়ে উঠে মধুময়।
মেঘহীন শুকনো আকাশ শত গর্জিলেও
হয়না কোনো বৃষ্টি।
মেঘে মেঘে ঘর্ষণে হয় বজ্রপাত
জ্বলে উঠে আলো , হয় জলরাশির সৃষ্টি।
শুকনো ভূমিতে ফলেনা ফুল ও ফসল
বৃথাই করা শুধু চেষ্টা।
মনের রশ খুঁজে না পেলে আসল রশ
মিঠেনা মনের কোনো তেষ্টা ।
তুমি কি সেই তুমি
শুধুই ভাবনার জগতে একটুর সপ্নভূমি।
দু'চোখে শুধুই স্বপ্নগুলো করে খেলা
হতাশার কাঠগড়ায় বন্দী পিয়াসী প্রেমী।
==================
২৩ এপ্রিল ২০১৬
ভার্জিনিয়া, ইউ এস

No comments:

Post a Comment