Tuesday, April 12, 2016

"তোমাকে চাই গোলাপের মতো"

"তোমাকে চাই গোলাপের মতো"
 মিজানুর ভূঁইয়া


দেখেছি তোমায় আলো ঝলমল
কোনো এক ভর পূর্নিমা রাতে।
চেয়েছিলো মন একগুচ্ছ গোলাপ ফুল
তুলে দেই তোমার হাতে।
গোলাপের সাথে শুধু হতে পারে
তোমারই তুলনা।
বাহ্যিক সুন্দর্যে্ যেমন মনোরমা তুমি
অন্তরেও এঁকে রেখেছো আলপনা।
চোখে কি জাদু তোমার, রয়ে গেলো অজানা
যতো বারই দেখি ভুলিতে পারিনা।
ভালবাসা কাছে টানে, ডাকে কাছে আপন করে
শুধু বাহ্যিক রুপে কাছে টানেনা।
ভালবাসা অন্তর দিয়ে অতি কাছাকাছি টানে
চায়না হীরা মানিক গয়না।
ভালবাসা ভালবাসিয়ের জন্ম গোত্র ও বর্ণ কি
তা কখনো খুঁজে দেখেনা।
দুই নদীর তরঙ্গ একসাথে মিলেমিশে
হয়ে যায় একে অপরের আপনা।
ভালবাসা ছুটে চলে দুরন্ত স্র্রোতের ধারায়
তোলে কতো রংবেরঙের ফেনা।
গভীর বাসনা রশনায় অবশেষে দুটি ধারা
মিশে যায় একই মোহনায়।
নিখুত ভালবাসায় কাক কখনো কুকিল হয়না,
কুকিল হয়না কখনো কাক।
স্বার্থের মোহ জাল বুনেনা কেউ কখনো
খোঁজেনা কেউ কোনো দুর্বলতার ফাঁক।
ভালবাসা ভালোবাসাকে দেখে ও চিনে
ভালবাসার আয়নায়।
মিলেমিশে একে অপরের খুব কাছাকাছি থাকে
কোনো দুরত্ব সেখানে রয়না।
ভালবাসা একটি ফুটন্ত টগবগে গোলাপের মতই
সতেজ সুন্দর সৌরভময়।
একটি স্বচ্ছ ও সুন্দর পরিচ্ছন্ন মনই করিতে পারে
ভালবাসার স্বর্গীয় ভুবন জয়।।
===================
ভার্জিনিয়া, ইউ এস এ
এপ্রিল ১২ ২০১৬

(লেখকের একক ও সর্বসত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment