Wednesday, April 6, 2016

""সরল রেখায় সরল জীবন""

""সরল রেখায় সরল জীবন""  
মিজানুর ভূঁইয়া


ধরবে কিনা হাত জানিনা
চলবে কিনা সাথে বুঝিনা। 
সোজা পথে চলতে চাই
যেখানে কোনো ভ্রান্তি নাই।
বাঁকা পথ আমি চিনিনা
সোজা পথ ছাড়া কিছু বুঝিনা। 
বাঁকা পথে ক্লান্তি আসে
অবশেষে ভ্রান্তিতে নাশে। 
সোজা পথে শান্তির ধারা
সুখ মিলেনা শান্তি ছাড়া।
বাঁকা পথে হয়না কর্ম সিদ্বি
ক্ষয় হয় সব মাথার বুদ্ধি।
যেখান থেকেই দেখো চাঁদ
দেখিবে রয়েছে সরল রেখায়।
যদিও পৃথিবীর সব পথ ঘাট
বিস্তীর্ণ কিংবা আঁকা বাঁকা দেখায়।
সরল রেখায় দেখো ঐ সুর্য হাসে
চাঁদের বুকে পূর্নিমার আলো ভাসে। 
সরল পথে দুরত্ব কম
তাতে হয় অল্প পরিশ্রম। 
বক্র পথে পথের দুরত্ব বেশি
ক্লান্তি আসে, কেড়ে নেয় মুখের হাঁসি।
সরল পথেই রয়েছে সুখের ঠিকানা
সে কথা হয়তো অনেকেই বুঝিনা। 
------------------------------
০৬ এপ্রিল ২০১৬
ভার্জিনিয়া, ইউ এস এ 

No comments:

Post a Comment