Tuesday, March 29, 2016

ভালবাসার বিবর্ণ প্রান্তর

"ভালবাসার বিবর্ণ প্রান্তর"
 মিজানুর ভূঁইয়া

এ জগতে এখনো আছে কি
এমন সোনার ধন।
আছে যার আকাশ ছোঁয়া
উদার চিত্ত মন।
কাছে এসে জড়িয়ে ধরে
করে সুখের আলাপন।
ভালবাসার স্নিগ্ধ পরশ দিয়ে
গড়ে তোলে সুখের ভুবন।
স্বার্থ ও কৃত্তিমতার আবেশ থাকেনা প্রাণে
সব কিছু ত্যাগ করে খুশি মনে।
সুজলা সুফলা সুন্দর একটি মন
হয়ে যায় একে অন্যের আপন।
রোগে শোকে দিবা নিশি
স্বকাতরে সেবা নিয়ে কাছে আসে।
ঔষধ পত্য নিয়ে প্রিয়সী স্বযতনে
কাছে এসে বসে।
যান্ত্রিকতায় পাষান করে দিয়েছে
কিছু মানুষের বুক।
তাইতো এখন আর খুঁজে পাওয়া যায়না
হারানো সেই মহাসুখ।
যেখানে এখনো ছড়িয়ে রয়েছে
নিবিড় সবুজ শ্যামল প্রানময় ছায়া।
সেখানেই হয়তো আজও খুঁজে পাওয়া যাবে
প্রাণ  পরশমাখা সেই মায়া।
ভালবাসার যতো আশা দিনের পর দিন
যান্ত্রিকতার ছোঁয়ায় হয়ে যাচ্ছে ক্ষীন।
আপন স্বার্থের মত্তলোভে
ভালবাসার সব রং হয়ে যায় বিলীন।
ভালবাসায় সুখের স্বপ্ন
দূরাশা আর হতাশায় কাটে শুধু দিন।
জীবনের অর্থ জীবনের কাছে খোজেনা
খোঁজে বিপথে যেখানে জীবন সংজ্ঞাহীন। ।

ভার্জিনিয়া ইউ এস এ
২৯ মার্চ ২০১৬

No comments:

Post a Comment