Thursday, November 19, 2015

"অজন্তার গল্প"


তোমাকেতোমাকে"অজন্তার গল্প"
মিজানুর ভূঁইয়া
জীবনের পথ অনেক দূর হেটেছি
তবে প্রতিশ্রূত সেই পথ চলার
সীমানা আরো খানিকটা দূর।
পাড়ি দিয়েছি অনেক দুঃসহ দুর্গম পথ
তোমায় নিয়ে অতিক্রম করেছি
কতো পাহাড় নদী নালা খাল বিল।
পাড়ি দিয়েছি মহাসমুদ্র
কতো ঝড়ঝঞ্জাকে সামলিয়েছি   
আমার এই দুই হাতের তালু দিয়ে।
আমি আমার আত্নবিশ্বাসকে ভালো করে চিনি ।
আমি আমার গন্তব্যকে ভালো করে চিনি ।
আর সে কারণেই ধরেছিলাম
তোমার হাতখানা খুব শক্ত করে
অভিষ্ট্ সেই গন্তব্যে তোমাকে নিয়ে যাবো বলে ।
জীবনের সুদুর পথ চলায় 
বার বার যখন তুমি ক্লান্ত অবসন্ন
আমি তোমায় তুলে নিয়েছি আপন স্কন্দে
লক্ষ্য একটাই; নিরন্তর পথ চলা গন্তব্যের পথে।
দু'দন্ড শান্তিকে খুঁজে পেতে যে পথ চলা
তা আজ সমগ্র অতীতকে উপহাস করছে।
প্রতিশ্রুত স্বপ্নের লগ্নগুলো
আজ বেমালুম স্মৃতি থেকে নির্বাসিত হয়ে যাচ্ছে। 
তোমার হাত ধরে যতবারই চলতে চেয়েছি
তুমি আপন মোহে ভিন্ন পথে হেটেছো।
তবুও আমি হইনি ক্ষান্ত
চোখে তুলে নেয়া স্বপ্নকে দেইনি মুছে যেতে।
আজ আমার কেনো যেনো মনে হয়, 
আমি যতটুকু হেটে যেতে পারবো
তুমি ততোটুকু যেতে পারবেনা।
আমি আমার চরম আত্নবিশ্বাস থেকেই
সে কথার উদৃতি করছি।
কারণ দীর্ঘ এই পথ অতিক্রম করার ইতিহাসটুকু
তোমার ধ্যান থেকে সম্পূর্ণ নির্বাসিত।
তুমি নিজেকেই বেশী চেনো 
তাই এই পথ চলা বার বার হয়ে ক্ষীন।
অজন্তা; জীবনের সুদীর্ঘ পথ চলার পরও 

 আজ ও জানা হলো না
তুমি অজান্তেই রয়ে গেলে অজানা।
=================
১৭ নভেম্বর ২০১৫
ভার্জিনিয়া ইউ  এস এ

Friday, November 13, 2015

"কাঁটাতারে ঘেরা জীবন"

"কাঁটাতারে ঘেরা জীবন"
----মিজানুর ভূঁইয়া



সম্ভবনার আলোকোজ্জল দরজাগুলো
নির্মমভাবে একটির পর একটি বন্ধ হয়ে যায়।  
 কি এক অদ্ভুত পাষান দেয়ালের
 মাঝখানে পড়ে আছে জীবন।
 নেই কোনো আলো, নেই কোনো বায়ু
 ক্লান্ত বিষন্ন অচেনা এই ভুবন।
 এখানে মানুষ শুধু নিজেকেই বেশী চেনে
 স্রোতের মতো জীবন শুধু একদিকেই চলে।
 কে কার খবর রাখে; ব্যস্ত শুধু গুছাতে নিজের থলে।
 বড়ই নির্দয় অচেনা এই ভুবন
 শুধু কাছাকাছি থাকা, হয়না তবুও আপন। 
এখানে ধ্বংসের স্থুব এখন ক্রমাগতই
ভারী হয়ে উঠছে নিতান্ত অজ্ঞতার বসে।
শান্তির নিঃশ্বাসের এখন বড়ই অভাব
চারিদিকে দম বন্ধকরা বিষাক্ত বাতাসে ভরা।
জীবনের স্বাভাবিক আচরন্গুলু
ক্রমাগতই হয়ে যাচ্ছে তারকাঁটার মতো তৃক্ষ্ন।
ভালবাসার বদলে হৃদয় ফুঁড়ে ঝরায় রক্ত
ভালবাসার সকল প্রতিশ্রুতিসমূহ 
কেবলই  বিহ্গলের করুন সুর হয়ে বাজে।
চোখে সোনালী স্বপ্নে ভরা মধুময় এই জীবন
ভুলেভরা গোয়ারতমির কাছে হেরে যায় বার বার।
এমনিভাবে জীবনের সহজ ও সুন্দর প্রবৃত্তিগুলো
বন্ধি হয়ে যায় কাঁটাতারের বেড়ায়।
===================
ভার্জিনিয়া, ইউ এস এ
১৪ নভেম্বর ২০১৫
(লেখকের একক সর্বস্বত্বাধিকার সংরক্ষিত)

Saturday, November 7, 2015

"একটি তরী-দুটি জীবন"

 "একটি তরী-দুটি জীবন"
মিজানুর ভূঁইয়া


দুটি মন ছিল ক্ষণ  দুটি সীমানায়
দুই কুল ছেড়ে মিলে এসে একটি মোহনায়।
সকল বন্দন আর হৃদ্দ্যতাকে  ছেড়ে
দুটি তরী এসে অবশেষে একই তীরে ভীড়ে।
বুকভরা একই আশা বাধিঁবে সুখের বাসা
রইবে দু'জন দু'জনার মিটিবে মনের তৃষা।
বিলীন করিবে নিজেকে একে অপরের তরে
নিজ স্বার্থের মোহ অন্তরে কবু নাহি রহে।
এরই নাম সুন্দর ও পরিচ্ছন্ন মন
 সুখে দুঃখে দু'জন দু'জনার সারাটি জীবন।
 আনন্দ যেমন হয়ে উঠে দু'জনার
 দুঃখকেও দু'জনে করে নেয় আপনার।
 ভালবাসার তরীতে ভাসে সুখে দু'জনে
 স্বপ্ন চোখে নিয়ে উড়ে বেড়ায় দু'টি প্রাণ দূর পবনে।
 পৃথিবীটা যেনো হয়ে যায় শুধু দু'জনার
 সুখে দুঃখে মিলে মিশে দু'জনাই রয় দু'জনার। 
একে অপরে নিঃস্বার্থে করে উৎসর্গ
জীবনের সকল কিছুই হয়ে উঠে সুখ্স্বর্গ।  
 যৌবনের বন্ধু যেমন বার্ধক্যতেও  খুবই কাছাকাছি
 শুরু থেকে শেষ জীবনেও মুখে থাকে  হাঁসি।
=======================
০৭ নভেম্বর ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের এককক সর্বস্বত্ত্বাধিকার সংরক্ষিত)
 

Thursday, November 5, 2015

"আসিবো আবার সাগরের জল হয়ে"

 "আসিবো আবার সাগরের জল হয়ে"
---মিজানুর ভূঁইয়া



 চিনিয়াছি তারে অনেক আপন করে
 দেখি শুধু দূর থেকে, দুই নয়নে।
 কাছে যেতে মানা, তারে ছোঁয়া যাবেনা
 সে এখন হয়ে আছে অন্যের ঠিকানা।
 এই জনমে তার সাথে দেখা অনেক বিলম্বে
 অপেক্ষা এখন যদি মেলে দেখা পূনঃজন্মে।
 মহাসৃষ্টির মহাকাব্য হইবে তখন রচনা
 গুছিবে হৃদয়ের সকল অব্যক্ত যাতনা ।
 সাগরের সাথে সাগরের মিলন ঘটে কদাচিৎ
 সাগরের বুকে এসে মিলে শুধু নদী নালা কুৎসিত।
 সাগর উদার চিত্তে খুলিয়া দিয়াছে সীমানা
থাকে তার বিশাল বক্ষখানা মেলিয়া।
 সরু নদী বুঝে কি সেই উদারতার মর্ম
 শুধু যায় সে আপন খেয়ালে বহিয়া ।
 সাগরও আবার কখনো কখনো
 অন্য সাগরের দেখা পায় খুঁজিয়া,
 যুগ জনমের পথ খুড়িয়া খুড়িয়া।
 দেখা যখন মিলে যায়;
 উপচে উঠে দুই সাগরের সীমানা।
সাগরের সাথে সাগরের মহামিলন
বুক জুড়ে পুলকিয়া উঠে তখন আনন্দ শিহরন।
সৃষ্টিশীলতার  অপূর্ব মত্ত নেশায়
 উঠে দুজনার হৃদয় মাতিয়া।
পৃথিবীর শান্ত স্থিবির প্রকৃতিরা শুনে;
সেই সুমধুর কুলকুল ধ্বনি কান পাতিয়া।
===================
০৫ অক্টোবর ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

Sunday, November 1, 2015

"বেদনাময় নভেম্বর"

মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকীতেঃ-

"বেদনাময় নভেম্বর"
মিজানুর ভূঁইয়া



কাল্গ্রাসী নভেম্বর আবার আসন্ন
কেড়ে নিয়েছিলো সকল সঞ্চিত ভালবাসাকে।
হৃদপিন্ডটিকে দুমড়ে মুচড়ে দিয়ে সুখানুভুতি ও
প্রশান্তির দ্বার গুলোকে রুদ্ধ করে দিয়েছিলো।
শান্তির ললিত স্বপ্নের বাগানে
ঢেলে দিয়েছে বঞ্চনার অনল বর্ষণ ধারা।
কাল্গ্রাসী প্রলয়ঙ্করী নভেম্বর
কেড়ে  নিয়েছে দু'চোখের শান্তির নিদ্রাটুকু।
মা বলে ডেকে জীবনে যতোটুকু
মধুরতম সুখানুভুতি উপভোগ করেছিলাম। 
মা বিহীন বেদনা এই বুকে
আজ তার চেয়ে দশগুণ আঘাত হানছে।
মা নামের চির মধুর শব্দটি
জীবনে যতোটুকু শক্তির সঞ্চার করতো। 
আজ মা বিহীন জীবন
মরুভূমির মতই শুস্ক ও প্রাণহীন।
যে মানুষটির সকল প্রার্থনা ছিল
নিজ সন্তানের মঙ্গল কামনায় নিবেদিত।
সেই মহীয়সীবিহীন জীবন
ক্রমাগতই অভিসপ্ততার কন্টকে ঘেরা।
এমনিভাবে কেউ আর সুখের প্রদীপ
নিয়ে কাছে আসেনা মায়ের মতো।
মনের শুস্কতা কাটেনা
মায়ের অকৃত্তিম ভালবাসার বর্ষণ ছাড়া।
পৃথিবীতে আর সকল সম্পর্কই
নিজ নিজ স্বার্থের গলিতেই থাকে বন্ধি।
মা'ই শুধু  উৎসর্গ করে নিজেকে
শূন্য করে দিয়ে; সন্তানের পরিপূর্ণতায়।
=================
০১ নভেম্বর ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ