Thursday, October 29, 2015

"খাঁচার পাখিরা"

"খাঁচার পাখিরা"
মিজানুর ভূঁইয়া



মুক্ত পাখিকে খাঁচায় বন্ধি করে
হয়তো মিলে তোমার অফুরন্ত আনন্দ।
পাখিটি যে হারিয়ে ফেলে
তার জীবনের স্বাছন্ধতা, সুর ও ছন্ধ।
ভাবো তুমি ভালো খাবার দিয়েছো 
পাখিটি খুশিতে হবে গদগদ
মনে তার কোনকালেই আসিবেনা
সেই একই আনন্দ, করো সেবা যতো।
পাখিতো খাচ্ছে খাবার বটে
মনে তার ছটপটানি, বন্ধি যে সে জেলখানা
উপায় কি তার; উড়েতো আর যেতে পারছেনা । 
জন্মেই যে দেখেছে খোলা আকাশ, মুক্ত বাতাস
ঘুরে বেড়িয়েছে সমগ্র দেশ দুনিয়া।
মনকি তার আদৌ টিকে
লোহার খাঁচায় গড়া বন্ধি এই ঠিকানা ।
===================
২৯ অক্টোবর ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

Sunday, October 25, 2015

"স্বপ্নেই রয়ে গেলে তুমি"

"স্বপ্নেই রয়ে গেলে তুমি"
মিজানুর ভূঁইয়া



তৃষিত এই মন আজও তোমায় পায়নি খুঁজে 
কতো যুগ ধরে আমি হেঁটেছি কতো অজানা পথে।
হারিয়েছি কতোবার দিক ঠিকানা
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি মাটির বিছানায়।
তবুও মেলেনি তোমার দেখা
এই হৃদয়ে ছিল যে ছবিটি আঁকা।
না পাওয়ার বেদনায় সব হয়ে গেল ফাঁকা
স্বপ্নের কাঙ্খিত ছবি, শুধু স্বপ্নেই তোমায় দেখা।
প্রেরনায় বাগানে যে সুন্দর ফুলগুলো ফুটতো
সেই ফুল কলিগুলো আজ শুকিয়ে অবশান্ত।
স্বপ্নের জানালার শিকগুলো মরিচিকায় ধরা
অপেক্ষা এখন শুধু মাটিতে লুটিয়ে পড়া । 
ক্লান্ত অবসন্ন হলো বুঝি জীবনের চাকা
আজও ভাবনার গলিতে আমি দাঁড়িয়ে একা।
=====================
 ২৫ অক্টোবর ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

Monday, October 19, 2015

"চোখের তাঁরায় তুমি"


 ধর্ম নিরপেক্ষতা একটি মানবিক মূল্যবোধের দাবী

 "চোখের তাঁরায় তুমি"
 মিজানুর ভূঁইয়া



চুড়ি পরে তুড়ি মেরে
 চলছিলে পথে একা।
 তোমার সাথে হঠাৎ করে
 হলো আমার দেখা।
 সিঁদুর পরা কপালে
 হাতে পরা শাঁখা।
 কেমন করে হয়ে গেল
 একপলকে চোখাচোখির দেখা।
 এক নজরের বজ্রপাতে
 হৃদয় পুড়ে হলো খানখান।
 লাগলো ভালো দেখতে তোমায়
 চিবুচ্ছিলে সুপারি আর পান।
 মিষ্টি করে হাসো তুমি
 কথায় রসালো বাহার।
 চাহনীতে মুক্তো ঝরে
 হৃদয় কাননে পুস্প সমাহার।
 এ্যলো কেশে মুক্ত বেসে
 পাগল করা মন।
 এক পলকের দেখায় তুমি
 করে নিলে আমার মন হরণ।
 চরণ তলে পুস্প দিয়ে
 আমি করবো তোমায় বরণ।
 দোহাই তোমার
 একটুখানি করো আমায় স্নরণ।
 জাতধর্ম ভিন্ন যদিও 
 সবাই বলে মানুষ আমার নাম।
 ধর্মের চেয়ে সম্পর্ক বড়
 করো দেখি এবার তাহা প্রমান।  

 আল্লাহ ও ভগবানের নাম শুনেছি
 দেখিনিকো কখনো তাকে।
 তিনিই যদি একই স্রষ্টা
 তবে ধর্ম কেনো বাঁধ সাধে। 
 জীবন তুমি চাহো আমার
 নাকি চাহো আমার মরণ।
 বেঁচে থাকি যদি চাহো
 তবে তুমি; করে নাও আমায় বরণ ।
==================
১৯ অক্টোবর ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ


Thursday, October 15, 2015

"শান্তি ও আনন্দের দূর্গা-পূজা"

সকলের প্রতি শারদীয় দূর্গা-পূজার প্রীতি ও শুভেচ্ছা

"শান্তি ও আনন্দের দূর্গা-পূজা"
মিজানুর ভূঁইয়া



বছর ঘুরে বারে বারে আসে দূর্গা-পূজা
প্রার্থনা আনন্দ আর নানান রকম মজা।
দেব দেবীর কৃপা কামনায় আসে পবিত্র পূজা
প্রার্থনা ও অরাদনায় অত্নশুদ্ধি খোঁজা।
মনে পড়ে ছেলে বেলায় চৌধুরীদের বাড়ি
ঢাক ডোল আর কাঁসার বাজনা রাত যেতো গুজারী।
মজার মজার নাড়ু সন্দেশ আরও চিড়া মুড়ি
প্রানভরে খেতাম আর মাটির উপর গড়াগড়ি।
বছর ঘুরে আসতো যখন স্বরস্বতী আর দূর্গাপূজা
নানার বাড়ির চৌধুরীদের পূজাস্থলে 
রাতভর নাচা গাওয়া আর করতাম কতো মজা।
পূজার মাঝে নাই বেদাভেদ থাকে দুয়ার খোলা
সকল ধর্মের সহমিলন আনন্দে উজালা।
ধর্ম দিয়ে মর্ম বুঝা মানব ভালবাসার
সেই পথেই শান্তি সুখের ঘটবে আসল প্রসার।
======================
১৫ অক্টোবর ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ
 

Monday, October 12, 2015

"দুই শীতল হৃদয়ের বাহুতলে"


পরম শ্রদ্বাভাজন ডঃ সুলতান আহমেদ এবং ওয়াহেদ হোসাইনী সমীপে,

"দুই শীতল হৃদয়ের বাহুতলে"
মিজানুর ভূঁইয়া 

দুই কোমল হ্রদয়ের উষ্ণ পরশ
মাঝখানে আমি নিমজ্জিত
কি এক অপূর্ব অনুভুতি এই আলিঙ্গনে।
যেনো হৃদয়ে বয়ে যায় শৈত্য প্রবাহ
হিমেল পরশে দেহ মন উচ্চকিত। ।
পরম শ্রদ্বাভাজন মহা-আত্নার
সোহাগ আলিঙ্গনে বিমোহিত মন।
মনে যারা ধারণ করে শুভ্র বসন
তাদের পরম স্পর্শে আলোকিত মন।
জীবনে ভালো কর্ম স্পৃহা আছে ক'জনার
ক'জনইবা করে অন্যের ভালো চিন্তা
কিংবা দেয় ভালো কথা উপহার।
এমনই মুগ্ধতায় স্নেহসিক্ত আমি
দুজনার পরম ভালবাসায় নিজেকে চিনি।
বিধাতার কাছে আমি এই শুধু চাই
এমন মহান হৃদয়ের মানুষ 
জগৎ সংসারে আরো যেনো খুঁজে পাই।
===================
১২ অক্টোবর ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

Tuesday, October 6, 2015

"জীবন বিভ্রাট"

"জীবন বিভ্রাট"
মিজানুর ভূঁইয়া


কি জানি কি চাই
খুঁজে নাহি পাই।
যেদিকে তাকাই, কি জেনো ছিল
এখন আর নাই।
জীবন শুধুই গোলক ধাঁধাঁ
আসলেই কি তাই ?
যাহা চাই তাহা নাই
যাহা না চাই তাহা পাই।
মনে নিয়ে কতো আশা
একটু সুখের প্রত্যাশা।
সুখের আশা শুধু চোখে
আজীবন বন্ধি রয়ে যায় বুকে।
জীবনের হিসেব আসলেই গোলমেলে
ভাবে যাহা তাহা অন্যদিকে যায় চলে।
ক্লান্তিতে ভরা মন, এভাবেই কাটে ক্ষণ
একদিন পুরো জীবনটাই করে পলায়ন।
***************************
০৬ অক্টোবর ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

Saturday, October 3, 2015

"জীবন ও নিয়তির খেলা"

"জীবন ও নিয়তির খেলা"
 মিজানুর ভূঁইয়া


নিয়তির কি অদ্ভুত খেলা
কেটেছে শৈশব ও কৈশোর জীবন
যে সোদা মাটি গন্ধে।
কেটেছে উদ্যাম ছেলেবেলা
এক ঝাঁক প্রানখোলা বাল্য বন্ধুদের সাথে।
আনন্দ সোরগোল দিনরাত
কেটেছে এপাড়া ওপাড়া হেঁটে হেঁটে।
সেই খেলার সাথীরা
আজ গেছে বৃত্ত থেকে ছুটে।
জীবনের প্রয়োজনে
কেউ আছে ভিন্ন শহরে, কেউ প্রবাসে
কেউ বা রয়েগেছে
পৈত্রিক ভিটাবাড়ি নাড়ীর টানে।
পারেনি ছিন্ন করে যেতে
মমতায় ভরা নিজ গ্রাম ছেড়ে।
রোগে শোকে কাতর হয়ে
কেউবা কাটছে জরাজীর্ণ জীবন।
কেউবা ইতিমধ্যে বিদায় নিয়েছে পরলোকে 
জগৎ সংসারের মায়া ছেড়ে।
প্রবাসী জীবন আমার
ছুটে যায় বার বার বাল্য-স্মৃতির সেই গাঁয়ে। 
ফিরে তাকায় এই মন
মায়াময় নিখাদ ভালবাসায় ভরা কাননে।
এই ঘন বাদলাদিনে প্রবাসে
ঘরের বসে ভাবি জীবন কি শুধুই মিছামিছি।
মাঝখানে কিছুদিন হই-হুল্লুর আর কাঁদা হাঁসি।
নিজেকে আজ আমি ভাবি বড়ই অপরাধী
ছেড়ে এলাম নিজ গাঁও আর খেলার সাথী।
এ জীবনে কবু কি আর দেখা হবে একসঙ্গে 
কেউ কারো সাথে
যেমনি ছিলাম একদিন একবৃন্তে দূরঅতিতে।
=====================
০৩ অক্টোবর ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের সর্বস্বত্ত্বাধিকার সংরক্ষিত)