Wednesday, January 28, 2015

"হারানো সুর"

 "হারানো সুর"
মিজানুর ভূঁইয়া
 
একাকী যখন চলছিলাম পথে
তুমি এসে ধরলে হাতে,
চললাম দুজনে দুজনার সাথে।
মায়াবী সেই মধুর রাতে
খেলেছি দু'জনে ভর পূর্ণিমার জ্যোঁস্নাতে।
তুমি এসে চড়লে কাঁধে
যেই না হাটতে গেলাম, পড়লাম খাদে।
গায়ে চোট লাগেনি ততো
ছিলাম দুজনে একেবারেই অক্ষত।
মনে তখনো অনেক আনন্দ
হয়েছে গান কবিতা মিলিয়ে সুর ও ছন্দ ।
এক জোড়া জোঁনাকী ধরলে তুমি
দিলে তাদের বিয়ে;
বানালে মোল্লা আমায়  টুপি মাথায় দিয়ে। 
হঠাৎ লুকাতে তুমি ঝোঁপঝাড়ে
আমি ক্লান্ত হয়ে যেতাম তোমার পিছে দৌড়ে।
তুমি ছিলে অনেক সাহিত্য রসিক
আমিও কম ছিলামনা কবিতা প্রেমিক।
আজও  মনে পড়ে সেই স্মৃতি
ছিলো মধুময়, আনন্দ আর প্রাণভরা প্রীতি।
বুঝি আজ ছন্দবিহীন সঙ্গতা কতো বিধুর
হারায় গতিপথ হয়না তেমন মধুর ।
জীবন থেমে যায় গিয়ে কিছু দূর
হারিয়ে যায় জীবনের সকল আনন্দ আর সুর। 
=======================
২৮ জানুয়ারী  ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment